যানজট এড়াতে বড় পরিকল্পনা রেলের, উত্তরবঙ্গে এবার থেকে দক্ষিণবঙ্গের ধাঁচে ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে
 Key Highlights
Key Highlightsসময়ের সাথে পাল্লা দিয়ে এখন সর্বত্রই যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর তার সাথে বাড়ছে যানজটের ঘটনাও। এমনকি, সেই প্রভাব ক্রমশ স্পষ্ট হচ্ছে আমাদের রাজ্যেও।
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই যানজটের সমস্যা এড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে, এবার উত্তরবঙ্গেও যানজট দূরীকরণে নেওয়ায় হচ্ছে নতুন পরিকল্পনা।
মূলত, যানজটের চাপ কমাতে এবার দক্ষিণবঙ্গের আদলে উত্তরবঙ্গেও ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যেই গৃহীত হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তরবঙ্গের মোট ১০ টি রুটে লোকাল ট্রেন চালানো হবে। এছাড়াও, একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ক্ষেত্রেও নিয়ে আসা হচ্ছে পরিবর্তন।
জানা গিয়েছে, এবার থেকে উত্তরবঙ্গ হয়ে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেন চলাচল করবে। মূলত, ওই ট্রেনটি প্রতি বুধবার আগরতলা থেকে এবং প্রতি শুক্রবার কলকাতা থেকে ছাড়বে বলে জানা গিয়েছে। এছাড়াও, শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি থেকে চালানো হবে লোকাল ট্রেন।
এদিকে, লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছু সম্ভাব্য রুটের প্রসঙ্গও সামনে এসেছে। যার মধ্যে রয়েছে এনজেপি থেকে বাগডোগরা, শিলিগুড়ি থেকে ঠাকুরগঞ্জ এবং এনজেপি থেকে জলপাইগুড়ি টাউন পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা। মনে করা হচ্ছে যে, এই পরিষেবা শুরু হলে যাত্রীদের চাপ কমে যাওয়ার পাশাপাশি ক্রমবর্ধমান যানজটের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে।
-  Related topics - 
- পরিবহন
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- ভারতীয় রেল








 
 