দেশ

Indian Railway : যাত্রীদের স্বার্থে একগুচ্ছ নয়া ঘোষণা করল রেল।

Indian Railway : যাত্রীদের স্বার্থে একগুচ্ছ নয়া ঘোষণা করল রেল।
Key Highlights

এবার থেকে রাত দশটার পর জ্বালানো যাবে না আলো। সার্বিকভাবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য যাতে বিঘ্নিত না হয়-- সেদিকে চোখ রাখতে চায় ভারতীয় রেল।

মাঝেসাঝেই ট্রেনে যাত্রা করতে করতে যাত্রীরা অভিযোগ করে থাকেন যে অন্য যাত্রীদের ফোনে কথা বলা অথবা গান শোনার জন্য তাঁদের ঘুমের ব্যাঘাত ঘটে থাকে৷ তা নিয়ে ভারতীয় রেলের প্রতি তাঁদের দীর্ঘদিনের অভিযোগ ছিল৷ ঠিক সেই কারণেই, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফে এক নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। 

ভারতীয় রেলের জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে কোনও যাত্রী আপনার কম্পার্টমেন্টে অথবা সিটে বসে উচ্চস্বরে ফোনে কথা বলতে পারবেন না, অথবা খুব জোরে গান শুনতে পারবেন না।

যদি আপনি রাত ১০ টার পর আলো জ্বালিয়ে রাখেন, কোনও নির্দিষ্ট কারণ ছাড়া, তবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া যদি আপনি রাত ১০ টার পরে প্রচন্ড জোরে ফোনে কথা বলেন-- সেক্ষেত্রেও আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। উচ্চস্বরে গান শুনলেও একই শাস্তি প্রযোজ্য।