দেশ

Indian defence: আমেরিকা ও চীনকে পেছনে ফেলে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বের বৃহত্তর নিয়োগকারী!

Indian defence: আমেরিকা ও চীনকে পেছনে ফেলে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশ্বের বৃহত্তর নিয়োগকারী!
Key Highlights

ভারতীয় সশস্ত্র বাহিনী ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে রয়েছে। ১.৪ মিলিয়নেরও বেশি সক্রিয় কর্মীদের শক্তি সহ, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী এবং বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবক সেনাবাহিনী রয়েছে। পাশাপাশি এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেটও রয়েছে।

বিশ্বের বৃহত্তম নিয়োগকারী সংস্থা হিসেবে উঠে এল প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিংয়ের নাম। প্রতিরক্ষায় কর্মচারীর নিরিখে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনকে পিছনে ফেলে দিল ভারত। সম্প্রতি এই নিয়ে জার্মানির বেসরকারি সংস্থার তরফে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা তথ্য অনুযায়ী, বর্তমানে সামরিক এবং অসামরিক মিলিয়ে ২৯ লাখ ২০ হাজার কর্মচারী ভারতের প্রতিরক্ষা মন্ত্রকে  কাজ করেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রকে কাজ করেন ২৯ লাখ ১০ হাজার মানুষ। 

চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের কর্মচারীর সংখ্যার উপর সমীক্ষা চালায় জার্মান সংস্থা ‘স্টাস্টিটা’। তাঁদের প্রকাশ করা রিপোর্টেই সামনে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, ওই রিপোর্ট অনুযায়ী ভারত ও আমেরিকার থেকে অনেকটাই পিছনে রয়েছে চিন। সেখানকার প্রতিরক্ষা মন্ত্রকে কর্মচারীর সংখ্যা বর্তমানে ২৫ লাখ। 

জার্মানির হ্যামবার্গের ওই সমীক্ষক সংস্থার তরফে বলা হয়েছে, “বিশ্ব জুড়েই সমস্ত দেশ প্রতিরক্ষা মন্ত্রকে কর্মচারীর সংখ্যা কমাচ্ছে। সেখানে ভারতের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকে নিয়োগ খুব একটা হেরফের হয়নি। ২১ শতাব্দীর প্রথম দশকেও আমেরিকার মতো সমান তালে প্রতিরক্ষায় নিয়োগ করত চিন। পরবর্তীকালে, লোক নিয়োগ ধীরে ধীরে কমিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।” তবে চিন ও আমেরিকায় ফৌজের সংখ্যা এখনও অনেকটাই বেশি। নিকট ভবিষ্যতে ভারতও সেই দিকে পা বাড়াতে পারে বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। ফলে আগামীদিনে এদেশের প্রতিরক্ষা মন্ত্রকে নিয়োগ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে খরচ বেড়েছে ২১১৩ বিলিয়ন মার্কিন ডলার। এই আবহে সুইডেনের স্টকহোম ইন্টারন্য়াশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট দাবি করেছে, ২০২১-এ প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করেছে বিশ্বের ৫টি দেশ। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চিন ও ভারত। এছাড়াও ব্রিটেন এবং রাশিয়া রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে। সবকটি দেশ ধরতে প্রতিরক্ষা খাতে ৬২ শতাংশ খরচ বেড়েছে বলে দাবি করেছে স্টকহোমের ওই সংস্থা।


RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
Breaking News | খাবার পেয়েই মুখ খুললো দেশরাজ! কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক ‘খুনে’ ব্যবহৃত অস্ত্র উদ্ধার পুলিশের
Sir Mokshagundam Visvesvaraya | ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং-র 'জনক' স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়! তাঁর জন্মবার্ষিকীতে এদিন পালন হয় ‘ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে'!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali