ESIC Recruitment 2022: জানুন বিস্তারিত
স্নাতক হলেই করা যাবে এই সরকারি চাকরির আবেদন! বেতন ১ লাখ ৪২ হাজার
যেসকল প্রার্থীরা সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে এক দারুন সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এমপ্লয়ীজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (Employees' State Insurance Corporation) বা ESIC।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualifications:
- প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি থাকা আবশ্যক।
- কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
- অফিস সুট ও ডেটাবেস ব্যবহার করতে জানতে হবে প্রার্থীদের।
বয়সের ঊর্ধ্বসীমা | Age limit:
আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আবেদনের তারিখ | Application date:
প্রার্থীরা ১২ই মার্চ, ২০২২ থেকে ১২ই এপ্রিল ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবে।
আবেদনের ফি | Application fee:
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ৫০০ টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে।
- SC/ST/PWD/ডিপার্টমেন্টাল প্রার্থীদের ২৫০ টাকা আবেদনের ফি জমা করতে হবে।
পদের নাম | Name of the post:
- সোশ্যাল সিকিওরিটি অফিসার(SSO)
- ম্যানেজার Gr-II
- সুপারিন্টেন্ডেন্ট
শূন্য পদের সংখ্যা | Number of vacancies:
এই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা ৯৩।
কোন ক্যাটাগরিতে কতজন প্রার্থী নিয়োগ করা হবে | How many candidates will be recruited in which category?
- অসংরক্ষিত আসন- ৪৩জন প্রার্থী নিয়োগ করা হবে।
- OBC- ২৪জন প্রার্থী নিয়োগ করা হবে।
- ST- ৮ জন প্রার্থী নিয়োগ করা হবে।
- SC- ৯ জন প্রার্থী নিয়োগ করা হবে।
- EWS- ৯ জন প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া | Application process:
- প্রার্থীদের ESIC-র সরকারি ওয়েবসাইট https://www.esic.nic.in/ থেকে আবেদন করতে হবে।
- অফলাইনে আবেদন করার প্রক্রিয়া বন্ধ আছে।
বেতন | Salary:
এই পদে নির্বাচিত প্রার্থীদের সপ্তম পে কমিশনের লেভেল ৭ (Level-7) অনুযায়ী প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা বেতন প্রদান করা হবে।
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই সুযোগ হাতছাড়া করবেন না। অনলাইন মাধ্যমে আবেদন করুন।
- Related topics -
- ভারতবর্ষ
- লাইফস্টাইল
- সরকারি কর্মচারী