খেলাধুলা

ফের বাবা হতে চলেছেন টেস্ট ম্যাচের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রহানে, সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন তাঁর স্ত্রী রাধিকা

ফের বাবা হতে চলেছেন টেস্ট ম্যাচের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রহানে, সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন তাঁর স্ত্রী রাধিকা
Key Highlights

দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন সহ-অধিনায়ক রহাণে। তাঁর স্ত্রী রাধিকা জানালেন সম্ভবত এই বছরেই বাবা হবেন অজিঙ্ক রহানে।

অক্টোবর মাসে ফের দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন অজিঙ্ক রহাণে। টেস্টে ভারতের প্রাক্তন সহ-অধিনায়কের স্ত্রী রাধিকা সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় জানালেন তাঁর মা হবার কথা। রহাণে দম্পতির এক কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালে তাদের প্রথম কন্যা সন্তান আরিয়ার জন্ম হয়।

২০১৪ সালে ছোটবেলার বন্ধু রাধিকাকে বিয়ে করেন রহাণে। নেটমাধ্যমে রাধিকা একটি ছবি পোস্ট করেন। সেখানে রহাণে, মেয়ে আরিয়া এবং রাধিকা উপস্থিত। তিনি লেখেন, ‘অক্টোবর ২০২২।’ সেই সঙ্গে একটি বাচ্চার মুখের ইমোজি। পরিষ্কার হয়ে যায় ফের বাবা হতে চলেছেন রহাণে।

ব্যাটে রান না থাকায় ভারতীয় দল থেকে বাদ পড়েন রহাণে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। এ বারের আইপিএলে সাতটি ম্যাচ খেলে ১৩৩ রান করেন রহাণে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই সিরিজ জেতে ভারত। সেই সিরিজে সিডনিতে শতরানও করেন তিনি।

ভারতের হয়ে ৮২টি টেস্ট খেলেছেন রহাণে। ১২টি শতরান-সহ তাঁর সংগ্রহ ৪৯৩১ রান। ৯০টি এক দিনের ম্যাচ খেলেন তিনি। তিনটি শতরান-সহ তাঁর সংগ্রহ ২৯৬২ রান। ২০টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন দেশের হয়ে। সেখানে তিনি করেছেন ৩৭৫ রান।


Modi-Trump | আজ প্রধানমন্ত্রীর জন্মদিন, গতকাল রাতেই বন্ধুকে আগাম শুভেচ্ছা ট্রাম্পের!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!