খেলাধুলা

ICC Worldcup | হোটেল রুমের আকাশ ছোঁয়া ভাড়া! ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা!

ICC Worldcup | হোটেল রুমের আকাশ ছোঁয়া ভাড়া! ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা!
Key Highlights

আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। হোটেলের দাম ছুঁয়েছে ৮০ হাজার। ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা।

'এক ঢিলে দুই পাখি' মারার সব থেকে ভালো উদাহরণ হয়তো এটাই। 'পাখির চোখ' আইসিসি বিশ্বকাপের (ICC Worldcup) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট মহারণ। তবে টিকিট মিললেও পাওয়া যাচ্ছে না হোটেল রুম। ফলে হাসপাতালে বেড বুক করে ফুল বডি চেকআপ করানোর জন্য নাম নথিভুক্ত করছেন দর্শকরা।

আইসিসি বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তেজিত ক্রিকেট ফ্যানরা। বিশেষত ভারতের ক্রিকেট প্রেমীরা। কারণ এবছর ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতে (India)। এরমধ্যে সবথেকে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ আয়োজিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ১৫ ই অক্টোবর। তবে একটি ম্যাচ দেখতে বেশ কিছু ব্যবস্থা রাখতে হয়। প্রথমে টিকিট তারপর সেখানে যাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা। টিকিট না হয় পাওয়া যাবে, তবে যারা আহমেদাবাদের বাইরে থেকে আসছেন তাদের করতে হবে থাকার ব্যবস্থাও। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের জন্য আকাশ ছোঁয়া হয়েছে হোটেলের রুমের দাম। যেখানে ৫ হাজারে পাওয়া যেত ভালো হোটেল রুম সেই দাম ছুয়েছে ৫০ হাজার। যার ফলে শেষমেষ হাসপাতালে বেড বুক করছেন দর্শকরা।

ভোপালের সান্নিধ্য মাল্টি স্পেশালিটি হাসপাতালেই বেড বুক করেছেন বহু দর্শকরা। এই হাসপাতালের ডিরেক্টর পরশ শাহ জানিয়েছেন, যেহেতু এটা হাসপাতাল তাই পুরো বডি চেকআপের জন্য ফ্যানরা পুরো রাত হাসপাতালেই থাকতে চাইছেন। এতে তাদের হোটেলের ভাড়াও বেচে যাচ্ছে, থাকার জায়গাও হয়ে যাচ্ছে এবং ফুল বডি চেকআপও হয়ে যাচ্ছে।

অন্যদিকে, এই হাসপাতালের মেডিকেল ডিরেক্ট ডক্টর নিখিল জানিয়েছেন, অনেকেই হাসপাতালে খোঁজ নিচ্ছেন ২৪ থেকে ৪৮ ঘন্টা হাসপাতালের বেডবুক করলে কত টাকা লাগবে বিশেষত ১৫ই অক্টোবরের দিনটাতেই।

সুখের খবর, ভারত পাকিস্তানের ম্যাচের জন্য ১৩ থেকে ১৬ ই অক্টোবর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের সব রুম প্রায় বুকড। এছাড়াও এই হোটেলগুলিতে ভিআইপিরাও থাকবেন, যার জন্য বাড়তি নিরাপত্তা থাকবে। ফলে অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরে আশ্রম রোডের (Asram Road) দিকে তিন থেকে পাঁচ তারা হোটেলের রুমের দাম করা হয়েছে একদিনে ৮০ হাজার টাকা। অন্যদিকে, স্টেডিয়াম থেকে ১০ কিলোমিটার দূরের হোটেল গুলোর দামও ৫২ হাজার প্রতি রাতে।

স্বাভাবিকভাবেই সকলের পক্ষে এত হাজার টাকা দিয়ে হোটেলে থাকা সম্ভব নয়। তারওপর যেখানে খুব কম টাকায় হাসপাতালে বেড পাওয়া যায় এবং তার সঙ্গে ফুল বডি চেকআপও সেখানে এই রাস্তাই বেছে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও জানানো হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীদের হাসপাতালে বেড বুক করার ঢল দেখে তাদের জন্য নানান হেলথ প্যাকেজের কথা ভাবছেন তারা।


Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
Olympic 2036 | পুরোপুরি স্থগিত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা খেলো ভারত!
Election Commission | এক ধাক্কায় ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করলো নির্বাচন কমিশন!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla