'বি.এড যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম ফলাফলে', এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট
Key Highlightsসোমবার প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করা বি.এড যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করা সম্ভব হতে পারে
টেট পরীক্ষা নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা! 'বি.এড যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারবেন", গত ২৯ শে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। আর আজ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।
পর্ষদের কোনও আর সমস্যা রইল না
আর সেই শুনানিতে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের মামলার ফলাফলের ওপর নির্ভর করবে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করা বি.এড যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ভাগ্য' । অর্থাৎ এই বিষয়ে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করবে না বলেও জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলছে। তবে হাইকোর্ট বলে, আগামী ২১শে অক্টোবর প্রকাশিত হতে চলা নিয়োগ সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তিতে এই বিষয় উল্লেখ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ আদালতের।
যদিও তাতে পর্ষদের কোনও সমস্যা নেই বলে আদালতে জানিয়েছে পর্ষদের সচিব। তবে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে পর্ষদ। এমনই নির্দেশ আদালতের। ফলে আগামী ২১ শে অক্টোবর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনও আর সমস্যা রইল না।
- Related topics -
- দেশ
- ভারত
- কলকাতা হাইকোর্ট
- সুপ্রিম কোর্ট
- টেট পরীক্ষা

