বৃষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ধান চাষ, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভাঙা চাল রফতানিতে
বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল।
দেশে একাধিক রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিয়েছে। চারটি রাজ্যে ক্ষরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভারতে চলতি বছর ধান উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। বাসমতি নয় এমন চালের ওপর এর আগে ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছিল কেন্দ্র।
ভাঙা চাল রফতানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা
ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ সেপ্টম্বর থেকে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। পাশাপাশি জানানো হয়েছে, ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কিছু ভাঙা চালের রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করার আগেই কিছু ক্ষেত্রে জাহাজে ভাঙা চাল রফতানির জন্য লোড করা শুরু হয়ে গিয়েছিল। পাশাপাশি বেশ কিছু জাহাজকে ভারতীয় বন্দরে ভাঙা চালের রফতানির জন্য নোঙর করা হয়েছে। বিজ্ঞপ্তির আগে যে সব ক্ষেত্রে ভাঙা চালের রফতানির কাজ শুরু হয়েছে, সেগুলোকে কেন্দ্রীয় মন্ত্রক ছাড় দিয়েছে বলে জানা গিয়েছে।
রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধান বা বাদামী চালের রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে এই শুল্ক আরোপ করা হবে বলে জানা গিয়ছে। কৃষি মন্ত্রকের তরফে প্রকাশ্য করা তথ্য অনুযায়ী, চলতি বছর ধান উৎপাদন ৫.৬২ শতাংশ কমে গিয়েছে। যার ফলে দেশে সামগ্রিক ধান উৎপাদন ৩৮৩.৯৯ লক্ষ হেক্টরে নেমে এসেছে। বিশ্বের দ্বিতীয় ধান উৎপাদনকারী দেশ ভারত। চিনের পরেই ভারতের স্থান। বিশ্ব বাণিজ্যে ৪০ শতাংশ ধান ভারত রফতানি করে বলে জানা গিয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ধান চাষ
- চাল রপ্তানি
- চাল শস্য