SAFF U19 Women’s Championship | ম্যাচ কমিশনারের 'ভুলে' অনূর্ধ্ব-১৯ মেয়েদের চ্যাম্পিয়নশিপে যুগ্ম বিজয়ী ভারত-বাংলাদেশ!

Friday, February 9 2024, 11:25 am
highlightKey Highlights

সাফ মেয়েদের অনূর্ধ্ব ১৯ ভারত বনাম বাংলাদেশ ম্যাচে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পরেও, ট্রফিতে ভাগ বসলো বাংলাদেশের। ! ম্যাচ কমিশনারের একটি ভুলেই ভারতকে হতে হল যুগ্ম বিজয়ী।


ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ (India vs Bangladesh Under 19) মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নাটকীয় ঘটনা। ম্যাচের ফলাফল ড্র হলেও যুগ্মজয়ী হয়েছে ভারত এবং বাংলাদেশ (India and Bangladesh)! এই ঘটনাকে ফুটবল ইতিহাসে একেবারে বেনজির বলে মন্তব্য করছেন অনেকেই। মেয়েদের অনূর্ধ্ব ১৯ ভারত বনাম বাংলাদেশ (U19 India vs Bangladesh) ফাইনাল ম্যাচ নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

 সাফ মেয়েদের অনূর্ধ্ব ১৯  ফাইনাল ম্যাচে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পরেও, ট্রফিতে ভাগ বসলো বাংলাদেশের
 সাফ মেয়েদের অনূর্ধ্ব ১৯  ফাইনাল ম্যাচে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পরেও, ট্রফিতে ভাগ বসলো বাংলাদেশের

গত বৃহস্পতিবার রাতে ঢাকার বিএসএসএসএমকে স্টেডিয়ামে, অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল (SAFF U19 Women's Championship Final 2024) ছিল। এই ম্যাচে মুখোমুখি হয় ভারত বাংলাদেশ (India Bangladesh)। এই ম্যাচের নির্ধারিত সময়ে দুটো দলই একটি করে গোল করে। ম্যাচের ৮ মিনিটের শিবানীর গোলে এগিয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল দল। এরপর কার্যত গোটা ম্যাচেই আর গোল হয়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চতুর্থ মিনিটে বাংলাদেশের হয়ে গোল শোধ করেন সাগরিকা। আর তাতেই মেয়েদের অনূর্ধ্ব ১৯ ভারত বনাম বাংলাদেশ (U19 India vs Bangladesh) ফাইনালে ড্র হয়। নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে খেলা গড়ায়। কিন্তু সেখানেও কোনও ফয়সলা হয়নি। কোনও দল পেনাল্টি মিস না করায় স্কোর হয় ১১-১১। এরপর টস করে বিজয়ীর নাম বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন ভারত বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ (India vs Bangladesh Under 19) ম্যাচের রেফারি। ঠিক হয়, টসে যে দল জিতবে, তারাই শেষপর্যন্ত ট্রফি জিততে পারবে। কিন্তু এরপরেই শুরু হয় খেলার মাঠে 'নাটক'!

বাংলাদেশ ফুটবল দল এই টসের জন্য প্রথমে রাজি হলেও, শেষপর্যন্ত তারা হেরে যায় এবং ভারতকে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু, এরপর এখানেই বেঁকে বসেন বাংলাদেশের মহিলা ফুটবলাররা। তাঁদের দাবি, এমনভাবে টস করে কখনই জয়-পরাজয় নিশ্চিত করা সম্ভব নয়। এমনকী, ব্যাপারটা নিয়ে তারা ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ করেন। এদিকে টসে ভারত যেতে শুরু হয়ে যায় দলের সেলিব্রেশন। ভারতীয় খেলোয়াড়দের সেই উচ্ছাস সহ্য  বাংলাদেশের সমর্থকদের। ফলে গ্যালারি থেকে ভারতীয় ফুটবলারদের লক্ষ্য করে শুরু হয় বোতলবৃষ্টি। অগ্নিগর্ভ হয়ে ওঠে বিএসএসএসএমকে স্টেডিয়াম। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত এবং বাংলাদেশ (India and Bangladesh) ম্যাচের পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। এদিকে বাংলাদেশের ফুটবল কর্তারাও ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা রেফারিকে আলাদা করে ডেকে কথাও বলেন।

 সাফ মেয়েদের অনূর্ধ্ব ১৯ ফাইনাল ম্যাচে দুই দেশকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়
 সাফ মেয়েদের অনূর্ধ্ব ১৯ ফাইনাল ম্যাচে দুই দেশকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়

এরপর ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনার নিজেদের ভুল বুঝতে পেরে ম্যাচ কমিশনার টসের সিদ্ধান্ত বাতিল করে দেন। এদিকে ঘড়ির কাঁটাও ক্রমশ এগোতে শুরু করে। পাশাপাশি বাংলাদেশ ফুটবলারদের এহেন আচরণে ভারতীয় খেলোয়াড়রাও রীতিমতো বিরক্ত হয়ে যান। একটা সময় তাঁরা মাঠ ছেড়েও বেরিয়ে যান। এমন সময় ঘোষণা করা হয় যে যদি ভারতীয় ফুটবলাররা মাঠে না ফেরেন, তাহলে বাংলাদেশকে শেষপর্যন্ত জয়ী ঘোষণা করে হবে। এই টালবাহানার কারণে কেটে যায় প্রায় আড়াই ঘণ্টা। অবশেষে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ (বাংলাদেশের সময়) মঞ্চে আসেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। এরপর দুই দেশকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। তবে এই ঘটনায় ভারতীয় ফুটবলাররা এতটাই রেগে যায় যে ম্যাচের অধিনায়ক এবং সহ অধিনায়ক ছাড়া আর কেউ পুরস্কার গ্রহণ করতে আসেননি। উল্লেখ্য, ভারত বাংলাদেশ (India Bangladesh) এই ম্যাচের মতো এই ঘটনা ইতিহাসে আগে কখনোই হয়নি। ম্যাচে বিশৃঙ্খলার জন্য কার্যত তৈরী হয়েছে বিতর্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File