Income Tax | আয়কর জমা দেওয়ার আগে জানুন কীভাবে নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে কর ডিডাকশন দাবি করবেন!

Thursday, February 8 2024, 7:58 am
highlightKey Highlights

২০২৪ সালে বাজেট পেশ হওয়ার পর থেকেই আয়কর রিটার্নে এসেছে বড় ধরনের পরিবর্তন। জানুন পুরোনো ও নতুন কর কাঠামোর অধীনে কী নিয়ম মেনে চললে আয়কর জমা দেওয়ার সময় বাঁচবে টাকা।


আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পেয়ে থাকেন চাকরিজীবীরা। তবে এটা নির্ভর করে দুটি জিনিসের উপর। প্রথমত, বেছে নেওয়া কর কাঠামো এবং  দ্বিতীয়ত, ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবি। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন। ফলে ২০২৪ (2024) সালে কর জমা দেওয়ার আগে জেনে নেওয়া যাক সেইসব ট্যাক্স ডিডাকশন সপম্পর্কে -

আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পেয়ে থাকেন চাকরিজীবীরা
আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পেয়ে থাকেন চাকরিজীবীরা

ধারা ৮০ডি । Section 80D :

Trending Updates

এক্ষেত্রে করদাতা নিজের, স্ত্রীর, সন্তান বা পিতামাতার জন্য স্বাস্থ্যবিমা কিনলে ধারা ৮০ডি-র আওতায় করছাড় দাবি করতে পারেন। তবে এই সুবিধা পুরনো কর কাঠামোতেই পাওয়া যায়। নতুন কর কাঠামোতে এই ধারার সুবিধা পাওয়া যায়না।

ধারা ৮০ইইবি । Section 80 EEB :

ধারা ৮০ইইবি  (Section 80 EEB) এর আওতায় করদাতা বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য লোনে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিডাকশন দাবি করতে পারেন। তবে ২০১৯-এর ১লা এপ্রিল থেকে ২০২৩-এর ৩১সে মার্চের মধ্যে লোন মঞ্জুর হতে হবে।

ধারা ৮০সি । Section 80C :

ধারা ৮০সি-র আওতায় করদাতা এক অর্থবর্ষে ১.৫ লাখ টাকা করছাড় দাবি করতে পারেন। এই ধারার আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ধারা ৮০ডি এর মতো এই ধারার সুবিধা শুধুমাত্র পুরনো কর কাঠামোতেই পাওয়া যাবে।

ধারা ৮০সিসিডি ১বি । Section 80CCD 1B :

ধারা ৮০সিসিডি ১বি (Section 80CCD 1B) এর আওতায় ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করে করদাতা ৫০ হাজার টাকা ছাড় দাবি করতে পারেন। তবে এই ছাড় পাওয়া যায় ধারা ৮০সি-র আওতায় কাটার পর।

 সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন
 সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন

ধারা ৮০সিসিডি(২) । Section 80CCD(2) :

এই ধারার আওতায় করদাতার নিয়োগকর্তা যখন এনপিএস অ্যাকাউন্টে অবদান রাখে তখন ডিডাকশন দাবি করা যায়। বেসরকারি কর্মীরা তাঁর বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ এবং সরকারি কর্মীরা বেতনের ১৪ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।

ধারা ৮০ই । Section 80E :

 ধারা ৮০ই-এর আওতায় করদাতা এডুকেশন লোনে ডিডাকশন দাবি করতে পারেন। এই ডিডাকশনের কোনও সর্বোচ্চ সীমা নেই।

ডিডাকশন ফর লিভ এনক্যাশমেন্ট । Deduction for Live Encashment :

১০(১০এএ)-এর আওতায় লিভ এনক্যাশমেন্ট বলতে অবসরগ্রহণের সময় অব্যবহৃত অর্জিত ছুটির নগদীকরণ বোঝায়। এই ক্ষেত্রে সরকারি কর্মীদের কোনও আর্থিক সীমা নেই। তবে বেসরকারি কর্মীদের সুনির্দিষ্ট হিসেব মেনে চলতে হয়।

স্ট্যান্ডার্ড ডিডাকশন । Standard Deduction :

এক্ষেত্রে পুরনো এবং নতুন কর কাঠামো অধীনে চাকরিজীবী ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দাবি করতে পারেন।

ট্যাক্স ছাড় নির্ভর করে বেছে নেওয়া কর কাঠামো এবং ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবির ওপর 
ট্যাক্স ছাড় নির্ভর করে বেছে নেওয়া কর কাঠামো এবং ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবির ওপর 

ডিডাকশন ফর হোম লোন ইন্টারেস্ট  । Deduction for Home Loan Interest :

 ধারা ২৪(বি)-এর আওতায় হোম লোনের সুদে সর্বোচ্চ ২ লাখ টাকা ডিডাকশন দাবি করা যায়।

লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স । Leave Travel Allowance :

কর্মী তাঁর নিজের এবং পরিবারের জন্য এই ছাড় দাবি করতে পারেন। আয়কর খবর (Income Tax News) অনুযায়ী, আয়কর আইন বলে, এলটিএ-র ডিডাকশন হিসেবে দাবি করা পরিমাণের জন্য কী কী প্যারামিটার অনুসরণ করতে হবে।

হাউজ রেন্ট অ্যালাওয়েন্স । House Rent Allowance :

পুরনো কর কাঠামোর আওতায় করদাতা যদি ভাড়া বাড়িতে থাকেন এবং বেতনের অংশ হিসেবে এইচআরএ পান তাহলে তিনি হাউজ রেন্ট অ্যালাওয়েন্স দাবি করতে পারেন। আর যদি কোনও করদাতা এইচআরএ না পান কিন্তু ভাড়া বাড়িতে থাকেন তাহলে তিনি বার্ষিক ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬০ হাজার টাকা দাবি করতে পারেন।

 ২০২৪  সালের আর্থিক বছরের বাজেট পেশ হওয়ার পর থেকেই আয়কর রিটার্নে বড় ধরনের পরিবর্তন এসেছে
 ২০২৪  সালের আর্থিক বছরের বাজেট পেশ হওয়ার পর থেকেই আয়কর রিটার্নে বড় ধরনের পরিবর্তন এসেছে

সম্প্রতি পেশ হয়েছে ২০২৪ (2024) সালের আর্থিক বছরের বাজেট। তারপর থেকেই আয়কর রিটার্নে বড় ধরনের পরিবর্তন এসেছে। পুরনো কর ব্যবস্থা চির পরিচিত কর কাঠামো। যার মধ্যে বিভিন্ন রিবেট, ডিডাকশন এবং ছাড় রয়েছে। এদিকে আয়কর খবর (Income Tax News) অনুযায়ী, নতুন কর ব্যবস্থার ক্ষেত্রে বেশিরভাগ ছাড় তুলে দেওয়া হয়েছে। ফলে যারা করছাড় দাবি করতে চান, তাঁদের জন্য পুরনো কর ব্যবস্থাই সবচেয়ে ভালো। অন্যদিকে যে ব্যক্তিরা সহজ- সরল ভাবে আয়কর দিতে চাইছেন, তাঁদের জন্য নতুন কর ব্যবস্থা ভালো অপশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File