Budget 2024 | 'লাখপতি দিদি' থেকে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ-সহ একাধিক নয়া ঘোষণা অন্তর্বর্তী বাজেটে! দেখুন কী কী ঘোষণা করলেন নির্মলা সীতারামন?

Thursday, February 15 2024, 10:05 am
highlightKey Highlights

২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর কাঠামো অপরিবর্তিত রাখলেও বেশ কিছু নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ২০২৪ (2024) এর ফেব্রুয়ারি মাসের পয়লা তারিখে  সংসদে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন লোকসভা ভোটের আগে এনডিএ সরকারের এটাই শেষ অন্তর্বর্তী বাজেট। ফলে এবার মাত্র তিন মাসের জন্যই বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করলেন নির্মলা। নিয়মানুযায়ী লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নির্বাচনের পরে অর্থাৎ কেন্দ্রে নয়া সরকার গঠন হওয়ার পর। ফলে নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেটই পেশ হয়। আর ভোটের মুখে সাধারণত অন্তর্বর্তী বাজেট জনমুখী হওয়ারই সম্ভাবনা থাকে। এরকমই আশা ছিল বাজেট ২০২৪ (Budget 2024) নিয়েও। তবে সকলের ইউনিয়ন বাজেটের প্রত্যাশায় (Union Budget Expectations) কার্যত জল ঢেলে আয়কর কাঠামো অপরিবর্তিত রাখলেন অর্থমন্ত্রী। 

 কর কাঠামো অপরিবর্তিত রাখলেও অন্তর্বর্তী  বাজেট ২০২৪ এ  বেশ কিছু নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
 কর কাঠামো অপরিবর্তিত রাখলেও অন্তর্বর্তী বাজেট ২০২৪ এ বেশ কিছু নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট ২০২৪ (Budget 2024) এ কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন?

Trending Updates
  • অর্থমন্ত্রী  নির্মলা জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল থাকছে পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হল।
  • বিগত ১০ বছরে আয়কর সংগ্রহ তিনগুণ বেড়েছে। রিটার্ন ফাইলও ২.৪ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা অবধি আয়ে কোনও আয়কর নেই। বর্তমানে রিটেল বিজনেস ২ কোটি থেকে বেড়ে ৩ কোটি হয়েছে।
  •  অর্থমন্ত্রী জানান, তিনটি রেলওয়ে করিডর তৈরি করা হবে। এর ফলে ট্রেনের গতি বাড়বে। সুরক্ষা বাড়ানো হবে যাত্রীবাহী ট্রেনেরও। রেল যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের উপর জোর দেওয়ার বিষয়েও জোর দিয়েছেন তিনি। এছাড়া ৪০ হাজার সাধারণ বগিকে বন্দে ভারতের আদলে তৈরি করা হবে। 
  • মেট্রো যোগাযোগ ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। আগামী কয়েক বছরে আরও আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে। 
  • দেশে উড়ান ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে। বিমানবন্দরের সংখ্যা ১৪৯-এ পৌছেছে। টিয়ার-২, টিয়ার-৩ শহরেও বিমানবন্দর তৈরি হয়েছে। ১ হাজার নতুন বিমানের অর্ডারও দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস ও আশা কর্মীদের নিয়ে আসা হবে। 
  • মেয়েদের বিনামূল্যে জরায়ু ক্যান্সারের টিকা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। সার্ভাইকাল ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের।  পাশাপাশি আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চিকিৎসায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল। 
  • দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।  
  • মহিলাদের প্রকল্প 'লাখপতি দিদি'তে জোর দেওয়া হয়েছে।  এই প্রকল্পে ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল। এই লক্ষ্যমাত্রা আগামী দিনে ৩ কোটি করা হচ্ছে।
মহিলাদের প্রকল্প 'লাখপতি দিদি'তে ২ কোটি লক্ষ্যমাত্রাকে আগামী দিনে ৩ কোটি করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী 
মহিলাদের প্রকল্প 'লাখপতি দিদি'তে ২ কোটি লক্ষ্যমাত্রাকে আগামী দিনে ৩ কোটি করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী 
  • ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে। প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। 
  •  প্রতিরক্ষা বিষয়ে বলতে গিয়ে নির্মলা জানান, প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১১ শতাংশ বাড়ানো হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১১ লক্ষ কোটি টাকা। 
  • কৃষিতে বেসরকারি লগ্নির উপর জোর দেওয়া হবে। নির্মলা বলেন, পিএম আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে। 
  • গৃহায়ণ প্রকল্প চালু করা হবে। যে সকল ব্যক্তিরা ভাড়া বাড়ি, বস্তি বা বেআইনি কলোনিতে থাকেন তাঁরা যাতে নিজেদের বাড়ি কিনতে বা বানাতে পারেন তার জন্যই এই প্রকল্প। 
  • পূর্বাঞ্চলের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। 
  • ধর্মীয় ট্যুরিজমে জোড় দেওয়ার কথাও বলেন অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, লাক্ষাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে ট্যুরিজম তৈরি করা হবে। 
  • ২০১৪-২০২৪ সাল পর্যন্ত বিদেশি বিনিয়োগ ছিল ৫৯৬ কোটি ডলার। যা ২০০৫ থেকে ২০১৩ সালের বিনিয়োগের প্রায় দ্বিগুণ। 

উল্লেখ্য, ২০২৪ (2024) এর ১লা ফেব্রুয়ারি মাত্র ৫৮ মিনিটেই বাজেট ভাষণ শেষ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা তাঁর সংক্ষিপ্ততম বাজেট ভাষণ। বাজেট শেষে অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাইয়ে তারাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। তিনি দাবি করেন, সেই পূর্ণাঙ্গ বাজেটে বিকশিত ভারতের রূপরেখা পেশ করবেন। ফলে আত্মবিশ্বাসী নির্মলা পরোক্ষভাবে বার্তা দিলেন যে ফের কেন্দ্রে মোদি সরকারই ক্ষমতায় ফিরতে চলেছে।

অন্তর্বর্তী  বাজেট ২০২৪ শেষে আত্মবিশ্বাসী নির্মলা পরোক্ষভাবে বার্তা দিলেন যে ফের কেন্দ্রে মোদি সরকারই ফিরবে 
অন্তর্বর্তী বাজেট ২০২৪ শেষে আত্মবিশ্বাসী নির্মলা পরোক্ষভাবে বার্তা দিলেন যে ফের কেন্দ্রে মোদি সরকারই ফিরবে 

প্রসঙ্গত, ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট ২০২৪ (Budget 2024) পেশ করে নয়া নজির গড়লেন নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ষষ্ঠ বার বাজেট পেশ করলেন নির্মলা। ছাপিয়ে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মনমোহন সিংহ, পি চিদম্বরম, যশবন্ত সিনহাকে। তাঁরা সকলেই ৫টি বাজেট পেশ করেছিলেন। দু'দফায় অর্থমন্ত্রী থাকার সময়ে মোট ১০টি বাজেট পেশ করেছিলেন দেশাই। বুধবার রাজধানীর নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের দফতরে রীতি মেনে হালুয়া উৎসব পালন করা হয়। নিয়ম অনুযায়ী, মন্ত্রকের কর্তা এবং বাজেট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে হালুয়া বিতরণের পরই মন্ত্রকের ভূগর্ভের প্রিন্টিং প্রেসে বাজেট বই ছাপার কাজ শুরু হয়। এরপর ১লা ফেব্রুয়ারি পেশ কর হয় বাজেট। লোকসভা নির্বাচনের আগে বলে একাধিক ইউনিয়ন বাজেটের প্রত্যাশা (Union Budget Expectations) ছিল আম জনতার।  বিশেষজ্ঞরা মনে করছিলেন, ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে পেনশন স্কিম, প্রবীণ নাগরিক, মহিলা ও কৃষকদের জন্য কিছু না কিছু উপহার থাকবে বাজেটে। মধ্যবিত্ত, চাকুরিজীবীদের জন্যও আয়করে কিছুটা সুরাহার আশা ছিল। পুরোনো এবং নতুন দুই কর কাঠামোতেই স্ট্যান্ডার্ড ডিডাকশন-এর পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়ানো হবে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, রীতি মেনে কর কাঠামো অপরিবর্তিত রাখা হল। প্রত্যক্ষ এবং পরোক্ষ করও bharotঅপরিবর্তিত থাকবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File