আন্তর্জাতিক

Pakistan | আকাশে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন! পাকিস্তানে মৃত্যু ৮ জনের, গুরুতর জখম ৬০

Pakistan | আকাশে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন! পাকিস্তানে মৃত্যু ৮ জনের, গুরুতর জখম ৬০
Key Highlights

আকাশে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে মৃত্যু হলো ৮ জনের। গুরুতর জখম ৬০ জন।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আকাশে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে কয়েকজন। রাতে পরিবারের সঙ্গে আজিজাবাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৮ বছরের এক শিশু। গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যু হয় আরও ৭জনের। গুরুতর জখম হয়েছে ৬০ জন। ইতিমধ্যেই প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র সহ সন্দেহজনক ২০জনকে গ্রেপ্তার করেছে করাচি পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে তাঁরা। উল্লেখ্য, গত বছরে স্বাধীনতা দিবসে গুলিতে ৯৫ জন আহত হয়েছিলেন।