LPG | আমেরিকা থেকে বিপুল পরিমাণে LPG আমদানি করবে ভারত! সস্তা হবে গ্যাসের দাম?
Monday, November 17 2025, 9:53 am
Key Highlightsআমেরিকা থেকে বিপুল পরিমাণ ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ (LPG) আমদানির লক্ষ্যে চুক্তি সাক্ষর করতে চলেছে ভারত।
ক্রমশ ঠিক হচ্ছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক। সূত্রের খবর, আমেরিকা থেকে বিপুল পরিমাণ ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ (LPG) আমদানির লক্ষ্যে চুক্তি সাক্ষর করতে চলেছে ভারত। নয়া চুক্তি অনুযায়ী, ভারতের রাষ্ট্রায়াত্ব তেল সংস্থাগুলি ২০২৬ সাল থেকে মার্কিন উপসাগরীয় উপকূল থেকে বার্ষিক আমদানিকৃত এলপিজির কমপক্ষে ১০ শতাংশ আমদানি করবে। এই চুক্তির ফলে বাণিজ্য আমদানি ক্ষেত্রে বৈচিত্র যেমন আসবে তেমন, দেশের মানুষ সস্তায় গ্যাস সিলিন্ডার পাবেন বলে আশা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর।
- Related topics -
- দেশ
- ব্যবসা বাণিজ্য
- বাণিজ্য
- আমেরিকা
- গ্যাস সিলিন্ডার
- এলপিজি

