লাইফস্টাইল

Holi 2024 | হোলির রঙে থাকা রাসায়নিকের জন্য দোল খেলতে ভয় পাচ্ছেন? বাড়িতে বানিয়ে নিন ভেষজ রং!

Holi 2024 | হোলির রঙে থাকা রাসায়নিকের জন্য দোল খেলতে ভয় পাচ্ছেন? বাড়িতে বানিয়ে নিন ভেষজ রং!
Key Highlights

হোলির রঙে থাকা সীসা,তামা, সালফেটের মতো রাসায়নিক ক্ষতি করতে পারে ত্বক থেকে শুরু করে চোখ-পিটেরও। ফলে বাড়িতে ভেষজ রং বানিয়ে খেলুন হোলি।

সামনেই ২০২৪ সালের হোলি (Holi in 2024)। চারিদিকে আনন্দের আমেজ। ২০২৪ সালে ভারতে হোলির তারিখ (holi 2024 date in india) পড়েছে ২৫সে মার্চ। এই দিনটিকে বিশেষ করে তুলতে একে অপরকে রং লাগিয়ে থাকেন। যদিও আগেকার সময়ে মানুষ ফুল বা রং দিয়ে হোলি খেলত, কিন্তু আজ হোলির রং (Holi colors) -এ রাসায়নিক রঙের ব্যাপক ব্যবহার করা হয়। যা ছোট থেকে বড়, কে কারুর নানান শারীরিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। অনেকেই হোলির সময় স্বাস্থ্য সচেতনার জন্য ভেষজ রং (Herbal color) ব্যবহার করে থাকেন। তবে বাজারে ক্রমশ এই রঙের দাম বাড়ছে। তবে এই রং আপনি বানিয়ে নিতে পারেন বাড়িতেই।

হোলির রঙের ক্ষতিকর প্রভাব । Harmful Effects of Holi Colors :

হোলির রং (Holi colors)গুলিতে সীসা অক্সাইড, ক্রোমিয়াম আয়োডাইড, তামা, সালফেট, সীসা এবং অ্যালুমিনিয়াম ব্রোমাইডের মতো রাসায়নিক পদার্থ থাকে। যা যে কোনো ব্যক্তির জন্য স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। যেমন-

চোখের সমস্যা :

রাসায়নিক রং-এর মধ্যে বিশেষ করে সিলিকা এবং সীসা যোগ করা হয়। এসব রঙের সামান্য পরিমাণও চোখে প্রবেশ করলে চোখের ক্ষতি হতে পারে। এই ধরনের রং চোখ চুলকানির পাশাপাশি জ্বালা সৃষ্টি করে চোখের ক্ষতি করতে পারে।

ত্বক সম্পর্কিত সমস্যা:

রাসায়নিক রং দিয়ে হোলি খেলে ফুসকুড়ি, জ্বালাপোড়া, চুলকানি এবং লালভাব হতে পারে। কিছু লোক রঙের অ্যালার্জির অভিযোগও করে, যার কারণে ত্বকে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

শ্বাস-প্রশ্বাসের সমস্যা :

হোলির রঙে পারদ, গ্লাস, সিলিকার মতো বিপজ্জনক রাসায়নিক পদার্থ যোগ করা হয়, যা ফুসফুসের ক্ষতি করতে পারে। এ ছাড়া এই রং শ্বাসকষ্টের রোগও বাড়াতে পারে। যার কারণে শ্বাসকষ্ট ও কাশিতে সমস্যা হতে পারে।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা :

রাসায়নিক রং দিয়ে হোলি খেলার সময় যদি এগুলো বেশি পরিমাণে মুখে প্রবেশ করে তাহলে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। যার কারণে বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এবং পেটে সংক্রমণের মতো সমস্যা হতে পারে।

বিষাক্ততা :

রাসায়নিক হোলির রং তৈরি করার সময় সীসা, পারদ, ক্রোমিয়াম এবং অ্যামোনিয়ার মতো বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে হোলি খেলার সময় যদি ভুলবশত এই রং মুখের মধ্যে ঢুকে যায় বা ত্বকে মিশে যায়, তাহলে শরীরে বিষাক্ততা বাড়তে পারে। যার কারণে শরীরও ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।

 ভেষজ রং । Herbal Colors :

২০২৪ সালে ভারতে হোলির তারিখ (holi 2024 date in india) পড়েছে ২৫ তারিখ, সোমবার। ইতিমধ্যেই বাজারে কম দামে বাজারে প্রচুর রং বিক্রি হওয়া শুরু হয়েছে। বাজারে ঢেলে বিক্র হচ্ছে হার্বাল ও রাসায়নিকযুক্ত রঙবেরঙের আবির ও রঙও। তবে রংয়ের মধ্যে থাকা রাসায়নিকের জন্য অনেকেই দোল খেলা থেকে দূরে থাকেন। এক্ষেত্রে জৈব রঙ ব্যবহার করা একটি দারুণ বিকল্প। কিন্তু এর দাম বেশি বলে অনেকেই এই রঙ কেনেন না। তবে এই ভেষজ রং বানানো যায় বাড়িতেও। দেখে নিন কীভাবে বানাবেন এই রং-

লাল রঙ: লাল রঙ তৈরী করার জন্য হলুদের মধ্য প্রথমে লেবুর রস মিশিয়ে নিন। তারপর ওই মিশ্রণটি শুকিয়ে নেওয়ার জন্য একটি রৌদ্রোজ্জ্বল ঘরে রাখুন। তবে সরাসরি রোদে শুকাবেন না। এছাড়াও  জবা ফুল শুকিয়ে মিক্সারে পিষে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এছাড়া লাল জল রঙের জন্য ডালিমের খওসা জলে ভিজিয়ে ফুটিয়ে নিন। এরপর জলটি লাল রঙ হয়ে যেতে পারে।

হলুদ রং : হলুদ রং তৈরী করতে হলুদ জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। এই হলুদে রয়েছে প্রচুর পরিমাণে জৈব গুণ। এই রঙ খুব উজ্জ্বল হয়ে থাকে।

সবুজ রঙ: সবুজ রঙের জন্য চালের গুঁড়োর বা ময়দার সঙ্গে মেহেন্দির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। মেহেন্দি পাউডারের পরিবর্তে পালং শাক পিষে চালের গুঁড়ো বা ময়দার মধ্যে মিশিয়ে নিতে পারেন।

বেগুনি রঙ: বেগুনি রঙের আবির বানাতে কালো গাজর মিক্সারে পিষে ভুট্টার গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে পারেন। তারপর শুকিয়ে নেওয়ার জন্য রোদের মধ্যে রেখে দিন। সুগন্ধির জন্য তাতে গোলাপ জলও যোগ করা যেতে পারে।

প্রসঙ্গত, সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিবছর হোলি বা দোলে রঙ বা আবির নিয়ে খেলার মানুষজনের সংখ্যা কমছে। এই ক্রমাগত হ্রাসের কারণ হল, দোলের রঙে মাত্রাতিরিক্ত কেমিক্যালযুক্ত রঙ ব্যবহার। ফলে সেই রঙ থেকে বাঁচতে হোলির রঙে ভিজতে ভয় পাচ্ছেন অধিকাংশ। অন্যদিকে হার্বাল বা অর্গ্যানিক রঙের দামও তুলনামূলকভাবে বেশি। তবে এবার ২০২৪ সালের হোলিতে (Holi in 2024) বাড়িতে ভেষজ রং বানিয়ে খেলুন হোলি।


Bangladesh । “টিভিতে যা দেখাচ্ছে সবই মিথ্যে, রং চড়ানো!" ভারতীয় চ্যানেল ব্যান করার দাবি করলো বাংলাদেশ
Taj Mahal Bomb Threat | তাজমহলে বোমাতঙ্ক! স্থাপত্য চত্বরে তড়িঘড়ি পৌঁছায় বম্ব স্কোয়াড
East Bengal | 'পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ'..বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন 'ওপার বাংলার দল' ইস্টবেঙ্গল
Mamata on Bangladesh | বাংলাদেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতার
CV Anand Bose । সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন ৬ বিধায়ক, খোদা রাজ্যপাল পড়াবেন নিয়মের পাঠ
Mohun Bagan vs Chennaiyin Fc । সবুজ মেরুন ঝড়ে উড়ে গেল চেন্নাইন‌‌ এফসি, কামিন্সের দুর্দান্ত গোলে জয় পেলো মোহনবাগান
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla