Hilsa Fish | বৃষ্টি কমতেই ইলিশের আশায় সাগরমূখী মৎস্যজীবীরা, রুপোলি ফসলের খরা কাটবে?

ইলিশের আশায় ট্রলার নিয়ে ফের সাগরে পাড়ি জমিয়েছেন মৎস্যজীবীরা।
গত ১৬ জুন ২৫ টন ইলিশ নিয়ে ফিরেছিল কাকদ্বীপ, নামাখানার ট্রলারগুলি। আবহাওয়াজনিত কারণে সমুদ্রে ইলিশের দেখা আর সে ভাবে মেলেনি। বৃষ্টি কমতেই ফের ইলিশের আশায় ট্রলার নিয়ে সাগর পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী কল্যাণ সমিতির সম্পাদক সতীনাথ পাত্র জানান, সমুদ্রে এখন ইলিশের আকাল চলছে। গত কয়েক দিনের খারাপ আবহাওয়া ও মরা কোটালের জেরে ইলিশের দেখা মেলেনি। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমবে। বাঙালির পাতে ইলিশ ফিরবে, আশা মৎস্য ব্যবসায়ীদের।