খেলাধুলা

Afghanistan vs Australia | লেগ ক্র্যাম্প নিয়েই চললো 'ম্যাড ম্যাক্স শো'! ২০১ রানের ইনিংসের সঙ্গে আরও ৫টি বিশ্ব রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল!

Afghanistan vs Australia | লেগ ক্র্যাম্প নিয়েই চললো 'ম্যাড ম্যাক্স শো'! ২০১ রানের ইনিংসের সঙ্গে আরও ৫টি বিশ্ব রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল!
Key Highlights

আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ায় দলকে বাঁচাতে ঘুরে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। অপরাজিত থেকে ২০১ রানের ইনিংস করলেন ম্যাড ম্যাক্স। বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠলো অস্ট্রেলিয়া।

ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ODI World Cup 2023) এ এখনও পর্যন্ত সর্বকালের সেরা ইনিংসের সাক্ষী থাকলো গোটা দেশ তথা বিশ্ব। ৭ই নভেম্বর, মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের এক নয়া ইতিহাস গড়তে দেখলেন দর্শকরা। ২০১ রানের অপরাজিত ইনিংস গড়ে একা নিজেই আফগানিস্তানকে আটকে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell )।

 মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এ শেষ চারে অর্থাৎ সেমিফাইনালে ওঠার জন্য আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (Afghanistan vs Australia) ম্যাচ আয়োজিত হয়েছিল। ২৯২ রান তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। এক সময়ে ৭ উইকেটে ৯১ রান ছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই সময় অনেকেই ভেবেছিলেন ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table) এ শেষ চারে উঠতে চলেছে আফগানিস্তান। তবে এরপরই অবিশ্বাস্য ব্যাটিং করতে শুরু করেন ম্যাক্সওয়েল।  ১২৮ বলে  ২০১ রানের অপরাজিত ইনিংস করেন।

পায়ে ক্র্যাম্প , অসহ্য গরম সবকিছু সহ্য করেই একাই দলকে এগিয়ে নিয়ে গেলেন বীরের মতো। পায়ে টান লাগায় এক সময়ে দৌড়নো দূরের কথা, দাঁড়াতেও পারছিলেন না ম্যাক্সওয়েল। তবে সেই নিয়েও লড়লেন তিনি। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় শট খেলতে শুরু করেন ম্যাক্সওয়েল। একাধিকবার ফিজিও ছুটে আসেন মাঠে। ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ২০১ রান করেন ম্যাক্সি। আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (Afghanistan vs Australia) ম্যাচে কার্যত হেরে যাওয়ার মুখ থেকে দলকে টেনে এনে বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর তৃতীয় স্থানে উঠিয়ে নিয়ে যান তিনি। দলগত খেলা হলেও এদিন 'ম্যাক্সি'র অবিশ্বাস্য খেলা জিতেসি নিয়েছে সকলের মন। দেশ-বিদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে তাবড় তাবড় ক্রিকেটারদের একটাই বক্তব্য, ২০১ রানের অপরাজিত এই ইনিংসই ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা। এমন ব্যাটিং এর আগে কখনও দেখা যায়নি। ইতিহাস গড়া এই ম্যাচ শেষে কার্যত বলা চলে আফগানিস্তানকে একাই হারিয়েছেন 'ম্যাড ম্যাক্স'। এদিন ম্যাক্সওয়েল ২০১ রানে অপরাজিত থেকে একটি নয় গড়েছেন আরও একাধিক রেকর্ড। কী কী সেই রেকর্ড দেখা যাক এক নজরে -

রান তাড়া করতে নেমে ২০০ ইনিংসের রেকর্ড :

ওয়ান ডে ক্রিকেটে এর আগে যে ক’টি দ্বিশতরান হয়েছে, সবই এসেছে প্রথমে ব্যাট করে। এই প্রথম প্রতিপক্ষ দলের করা রান তারা করতে নেমে দ্বিশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার ম্যাক্সওয়েল যখন ব্যাট করতে নেমেছিলেন, ততক্ষনে অস্ট্রেলিযার ৪৯ রানে ৪ উইকেট চলে গিয়েছিলো। কিছু ক্ষণ পরেই ৯১ রানে ৭ উইকেট চলে যায় অজিদের। যেই সময়ে অনেকেই ভেবেছিলেন যে,ক্রিকেট বিশ্বকাপ স্কোর টেবিল (Cricket World Cup Score Table) এর শেষ চারে আফগানিস্তান উঠতে চলেছে, সেই সময় বিরাট রান তারা করার চাপ মাথায় নিয়েই ২০১ করেন ম্যাড ম্যাক্স।

মিডল অর্ডারে নেমে দ্বিশতরান :

এক দিনের ক্রিকেটে ম্যাক্সওয়েল একাদশতম ব্যাটার যিনি দ্বিশতরান করার রেকর্ড গড়লেন। তবে এখানেও রয়েছে নয়া রেকর্ড। এর আগের ১০জনই ছিলেন ওপেনার। শুরু থেকে খেলে ২০০ রান করেছিলেন তাঁরা। কিন্তু ম্যাক্সওয়েল মঙ্গলবার  ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কার্যত তিনি দেখান, পরে ব্যাট করতে নেমেও বিশতরান করা যায়। ম্যাক্সওয়েলই প্রথম ব্যাটার যিনি ওপেনার না হয়েও এক দিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন।

বিশ্বকাপে রান তাড়া করতে নেমে সর্বাধিক রানের ইনিংস :

ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রসের (Andrew Strauss) রেকর্ড ভেঙে দিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে বিশ্বকাপে রান তাড়া করার সময় সব থেকে বেশি রান ছিল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের কাছে। ২০১১ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে রান তাড়া করার সময় ১৫৮ রান করেছিলেন স্ট্রস। তবে সেই রেকর্ড মঙ্গলবার ভেঙে গিয়েছে। ম্যাক্সওয়েলের করা ২০১ রানই এখন বিশ্বকাপে রান তাড়া করার সময় সেরা ইনিংস।

কপিল দেবের রেকর্ড ভঙ্গ :

ম্যাক্সওয়েল এদিন ভেঙে ফেললেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ডও। ১৯৮৩ সালের বিশ্বকাপে কপিল ছ’নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কপিল। সেই সময়ে ভারত অধিনায়ক করেছিলেন ১৭৫ রান। এখনও পর্যন্ত ছ’নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বকাপে সেটাই ছিল সর্বোচ্চ রান। তবে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সেই রেকর্ড ভেঙে দিলেন ম্যাড ম্যাক্স। এখন তাঁর ২০১ রানের ইনিংসই বিশ্বকাপে  ছ’নম্বরে ব্যাট করতে নেমে করা সর্বোচ্চ রান।

বিশ্বকাপে দ্রুততম দ্বিশতরান :

এক দিনের বিশ্বকাপে এর আগেও দ্বিশতরান হয়েছে। ২০১৫ সালে ক্রিস গেইল (Chris Gayle) জ়িম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ২১৯ রান। সেই বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মার্টিন গাপ্টিল (Martin Guptill) করেছিলেন ২৩৭ রান। তবে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে  ম্যাক্সওয়েলে এখনও পর্যন্ত দ্রুততম দ্বিশতরান করেন।

উল্লেখ্য, ম্যাড ম্যাক্স অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের তান্ডবের কারণেই কার্যত বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে কেবল যে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন জটিল হয়েছে তা নয়, ঘেঁটে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সমীকরণও। এদিনের জয়ের ফলে অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আফগানিস্তান এখন ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড ও পাকিস্তানেরও রয়েছে ৮ পয়েন্ট। কিন্তু যেহেতু তাদের নেট রান রেট ভালো, তাই তারা আফগানিস্তানের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। এই তিনটি দলেরই একটি করে ম্যাচ এখনও বাকি আছে। তবে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ডের এখনও যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। তিনটি দলই তাদের বাকি ম্যাচ জিতলে, নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সেই পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। শেষ ম্যাচে তিনজনই জিতলে ১০ পয়েন্টে দাঁড়াবে। এদিকে আবার নেদারল্যান্ডসেরও ২ টি ম্যাচ বাকি আছে, তারা দুটি জিতলে তারাও পৌঁছে যাবে ১০ পয়েন্টে।

 সেমিফাইনালে উঠতে গেলে এখন নিউজিল্যান্ডকে  শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ ম্যাচে জিততে হবে। পাকিস্তানকে তাদের শেষ ম্যাচে জিততে হবে ইংল্যান্ডের বিপক্ষে। এদিকে  অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান হেরে গেলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। আফগানিস্তানকে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে এবং নেট রান রেটে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে হবে। আফগানিস্তানের শেষ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিকে আগেই সেমিফাইনাল উঠেছে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team)। ১৬ পয়েন্ট রয়েছে বিশ্বকাপ ২০২৩ ভারতীয় দল (World Cup 2023 Indian Team) এর কাছে। সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এই তিনটি দলই।


Madhya Pradesh | জোর করে মদ্যপান করিয়ে মহিলাকে ফুটপাতে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মধ্য প্রদেশে
R G Kar | 'তিলোত্তমা' ধর্ষণ ও খুনের ঘটনায় এক প্রত্যক্ষদর্শীর সন্ধান পেল সিবিআই? ঘুরে যেতে পারে আরজি কর কাণ্ডের মোড়
Sandip Ghosh | 'চোর' স্লোগান, সপাটে চড়ের পর এবার সাসপেন্ড, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর
Lalbazar Abhijan | ' ফুল হাতে এসেছিলাম আর ওরা ওয়েলকাম করতে ব্যারিকেড করে দিয়েছে', লালবাজার অভিযানে ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা
R G Kar | ডাক্তারের খোঁজে অজান্তেই সেমিনার হলে ঢুকে পড়ে সঞ্জয়? সিবিআইয়ের কাছে দাবি আরজি কর কান্ডে ধৃতর
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo