শিক্ষা ব্যবস্থা

IIT Kharagpur | আইআইটি খড়্গপুরের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টরের পদে মহিলা অধ্যাপক রিন্টু ব্যানার্জি!

IIT Kharagpur | আইআইটি খড়্গপুরের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টরের পদে মহিলা অধ্যাপক রিন্টু ব্যানার্জি!
Key Highlights

আইআইটি খড়্গপুরের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর (deputy director) এর পদে একজন মহিলার ‘অভিষেক’! এই পদে বসতে চলেছেন প্রফেসর রিন্টু ব্যানার্জি (rintu banerjee)। প্রথম ‘মহিলা’ হিসেবে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। একটি প্রেস বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষর তরফ থেকে। অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়্গপুরের পি.কে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউয়েবলের প্রতিষ্ঠাতা প্রধান এবং বর্তমানে চেয়ারপার্সন।

আইআইটি খড়্গপুরের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর (deputy director) এর পদে একজন মহিলার ‘অভিষেক’! এই পদে বসতে চলেছেন প্রফেসর রিন্টু ব্যানার্জি (rintu banerjee)।  প্রথম ‘মহিলা’ হিসেবে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর হচ্ছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। একটি প্রেস বিবৃতির মাধ্যমে এই খবর জানানো হয়েছে আইআইটি কর্তৃপক্ষর তরফ থেকে।

জানা গিয়েছে, অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়্গপুরের পি.কে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউয়েবলের প্রতিষ্ঠাতা প্রধান এবং বর্তমানে চেয়ারপার্সন। গত তিন বছর ধরে তিনি আইআইটি খড়্গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইআইটি খবর (iit news) অনুযায়ী, তিনি আইআইটি খড়্গপুরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন হিসেবে এবং গ্রামীণ উন্নয়ন, উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তি কেন্দ্রের প্রধান হিসেবে কৃতিত্বের পরিচয় দিয়েছেন। জৈব প্রযুক্তির মাধ্যমে দেশের আর্থিক ও বৈজ্ঞানিক জগতে অসামান্য অবদান জন্য ICAR-র অসামান্য মহিলা বিজ্ঞানী হিসেবে তিনি ‘পঞ্জাবরাও দেশমুখ পুরস্কার’- এও ভূষিত হয়েছেন। পাশাপাশি ভারতের বায়োটেক রিসার্চ সোসাইটি দ্বারা ‘সেরা মহিলা জীববিজ্ঞানী’; অ্যাসোসিয়েশন ফর ফুড সায়েন্টিস্ট অ্যান্ড টেকনোলজিস্ট (ভারত) থেকে ‘ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’, লুই পাস্তুর পুরস্কার; মদন মোহন মালব্য পুরস্কার এবং রফি আহমেদ কিদওয়াই পুরস্কার-ও পেয়েছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। 

একটি প্রেস বিবৃতিতে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে,প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর (deputy director) পদে বসতে চলেছেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি (rintu banerjee)। ‘প্রথম’ মহিলা হিসেবে তিনি আইআইটি খড়্গপুরের সহ-অধিকর্তা বা ডেপুটি ডিরেক্টর হচ্ছেন। ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান তথা আইআইটি খড়্গপুরের সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদে একজন মহিলার ‘অভিষেক’ যে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। উল্লেখ্য, কয়েকদিন আগে ডেপুটি ডিরেক্টর থেকে বারাণসী আইআইটি ডিরেক্টর হয়েছেন অমিত পাত্র। এবার সেই পদে দায়িত্ব গ্রহণ করলেন এক মহিলা। 


Bangladesh | 'ভারতে বসে উস্কানি দিচ্ছে হাসিনা?'- বাংলাদেশের দাবি ফুৎকারে ওড়ালো নয়াদিল্লি
Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Delhi Air Pollution | বাতাসে বিষ! দিল্লিতে চালু হল GRAP-4, বন্ধ স্কুল-কলেজ, নিষিদ্ধ নির্মাণ কাজ!
Messi in Hyderabad | হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সাথে বল পায়ে ড্রিবল মেসির! রাহুল গান্ধীকে জার্সি উপহার ফুটবল তারকার
Lionel Messi | VIP-দের ভিড়ে ঢাকা পড়লেন মেসি, ক্ষুদ্ধ সাধারণ মানুষ, "দর্শকদের টাকা ফেরানো হবে"-মুচলেকা উদ্যোক্তার
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar