Online Gaming Bill | বেটিং-জুয়া বন্ধ করতে কেন্দ্র আনছে আইন, বিল পাস হতেই বড় সিদ্ধান্ত Dream 11,MPLদের!
Friday, August 22 2025, 8:26 am
Key Highlightsভারতে নতুন গেমিং বিল পাশের পর Dream11 ও MPL-এর মতো অ্যাপে রিয়াল মানি লেনদেন নিষিদ্ধ, ১০,০০০ কোটি টাকার বাজার ধসের আশঙ্কা।
অনলাইনে জুয়ার মতো গেমে বিপুল আর্থিক লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে এই ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’। এই বিল পাশ হওয়ার পরেই ড্রিম ইলেভেন জানিয়েছে, তারা এবার থেকে রিয়াল মানি প্রতিযোগিতাগুলি বন্ধ করে দেবে। অবশ্য ইলেভেনে টাকা ছাড়া আগের মতো ফ্রির প্রতিযোগিতায় খেলা যাবে। এদিকে MPL জানিয়ে দিয়েছে তারা সবরকম রিয়াল মানি গেম বন্ধ করে দিচ্ছে।

