SSC | বদলাচ্ছে না সূচি, নির্দিষ্ট দিনেই হবে SSC-র পরীক্ষা- জানালো নবান্ন

Saturday, August 23 2025, 4:19 am
highlightKey Highlights

জেলাশাসকদের কাছে নবান্নের বার্তা দিয়েছে সূচি পিছোবে না। সুপ্রিম নির্দেশ মেনে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিলাপ চালানো হবে, এমনটাই খবর এসএসসি সূত্রে।


সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্য চাইলে ssc পরীক্ষা পেছোতে পারে। হাতে সময় কম, তাই ssc পরীক্ষার সূচি বদলাচ্ছে না, জানালো নবান্ন। শুক্রবার বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠক শেষে শিক্ষা দফতরকে নবান্ন জানিয়েছে পরীক্ষা কোনওভাবেই পিছোচ্ছে না বলে। যদিও এসএসসি সূত্রে খবর, সুপ্রিম নির্দেশ মেনে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিলাপ চালানো হবে। আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম এবং দশম ও ১৪ তারিখে একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File