স্লিপার ট্রেনের মিডল বার্থ নিয়ে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল
দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় যারা মিডল বার্থে থাকেন তাদের সমস্যা হয়। সেই সমস্যা মেটাতে এবার কী পদক্ষেপ নিল ভারতীয় রেল?
লাখ লাখ যাত্রীকে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রমণ করিয়ে থাকে ভারতীয় রেল । ভারতীয় এই রেলের কাছাকাছি তো বটেই, এমনকি দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতেও জুড়ি মেলা ভার।দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে গিয়ে, অনেক সময়ই যাত্রীরা একটি অসুবিধার মুখোমুখি হয়ে থাকেন। তার মধ্যে একটি সমস্যার মুখোমুখি হয়ে থাকেন মিডল বার্থে যাঁরা যাতায়াত করে থাকেন তাঁরা।
মিডল বার্থে যাত্রীদের সুবিধার কথা ভেবে নয়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল
দূরপাল্লার ট্রেনের লোয়ার বার্থে যাঁরা যাতায়াত করে থাকেন; তাঁরা অধিকাংশ সময়, অনেক রাত পর্যন্ত সিটে বসে থাকলে মিডল বার্থের যাত্রীদেরও অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। সেই কারণে কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
ভারতীয় রেলের নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে বেশি রাত পর্যন্ত মিডল বার্থ আটকে রেখে লোয়ার বার্থের প্যাসেঞ্জার গল্পগুজব করতে পারবেন না। ভারতীয় রেলের কড়া আদেশ, এবার থেকে সঠিক সময়ে, মিডল বার্থের যাত্রী যাতে ঘুমোতে পারেন; সে কারণে দায়িত্ব নিতে হবে বাকি প্যাসেঞ্জারদের।
এবার ট্রেনের মিডল বার্থে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা যাবে। রাত ১০টার মধ্যে প্যাসেঞ্জারদের ঘুমিয়ে পড়তে হবে। সকাল ৬টার পর আর কোনও যাত্রী মিডল বার্থে ঘুমিয়ে থাকতে পারবেন না। ভারতীয় রেলের নিয়ম এক্ষেত্রে বেশ কড়া। এমনকি রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে টিকিট চেক করতে পারবেন না।
- Related topics -
- পরিবহন
- ভারতীয় রেল
- রেল পরিষেবা
- দূরপাল্লার ট্রেন
- রেলওয়ে বোর্ড