অশনি প্রকোপ শেষ হতে না হতেই আকাশ ঢাকতে ঘন কালো মেঘ, বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ১৫টি জায়গায়

Saturday, May 14 2022, 9:02 am
highlightKey Highlights

ঘূর্ণিঝড় অশনি নিম্নচাপে পরিণত হওয়ার পরদিনই দেশের একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন।


দেশের মোট ১৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হবে বলে আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিভাগ। আগামী ১৮ই মে পর্যন্ত বৃষ্টিতে ভাসতে চলেছে এই অঞ্চল গুলি। জানা গিয়েছে এর মধ্যে উত্তরপূর্ব ও দক্ষিণের রাজ্যগুলিও শামিল রয়েছে। 

কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? জানুন কী বলছে আবহাওয়া বিভাগ

আইএমডি বুলেটিন অনুসারে, বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বাতাস প্রবেশ করায় এই অংশের রাজ্যগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত হবে বলে জানা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমাচলপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে আগামী ১৬ই মে এবং ১৭ই মে মুষলধারে বৃষ্টি হবে। 

Trending Updates

এছাড়াও ১৮ই মে পর্যন্ত বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় পরবর্তী পাঁচ দিনে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দেশের মধ্য, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে আগামী দুই দিন তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া বিভাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File