ধৃত অপরাধী, ইমেলে প্রধানমন্ত্রী মোদিকে প্রাণনাশের হুমকি

Monday, November 28 2022, 7:53 am
highlightKey Highlights

ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতে প্রধানমন্ত্রী মোদীকে হুমকিমূলক ইমেল পাঠানোর জন্য IIT গ্র্যাড আটক।


ইমেল মারফত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তদন্ত চালিয়ে জানা গেছে, উত্তরপ্রদেশের বাসিন্দা তথা বম্বে আইআইটির (IIT Bombay) প্রাক্তন ছাত্র অমন সাক্সেনা এই ঘটনায় যুক্ত ও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটিএস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গুজরাটের জামনগরে সভা চলাকালীন ঐ মেলটি এসেছিল। 

প্রাথমিক তদন্তে অনুযায়ী, পুলিশের বক্তব্য এই ঘটনার পিছনে রয়েছে প্রেমঘটিত কাণ্ড। অভিযুক্ত অমন সাক্সেনা আইআইটি বম্বেথেকে বি-টেক পাশ করেছেন। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ান। কিন্তু অন্যদিকে ওই তরুণীর প্রতি দুর্বল আরও এক যুবক। সম্প্রতি তাঁর প্রতি আকৃষ্ট হন প্রেমিকা। এরপরেই প্রতিদ্বন্দ্বী যুবককে ঝামেলায় ফেলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি ইমেল করেন অমন। এর জন্য নিজের ফোন ও ল্যাপটপ ব্যাবহার করেছিলেন। এই বোকামির ফলেই ফেঁসে যান তিনি। 

Trending Updates

জেরার পর সে প্রেমঘটিত প্রতিষোধের বিষয়টি তদন্তকারীদের জানালেও প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএস তদন্তকারীরা বাদাউনের বাড়ি থেকে যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক ধারায় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

The home ministry entrusted an investigation to the Gujarat ATS regarding the threatening email to the PMO (Prime Minister's office). After this, the ATS began an inquiry and traced the sender of that email in Adarshnagar of Badaun

ATS official was reported saying

প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে এনআইএ-কে  ইমেল করা হয়। এনআইএ-র মুম্বই (NIA Mumbai) শাখায় পাঠানো ওই হুমকি ইমেলে উল্লেখ করা হয়, হামলার জন্য প্রস্তুত ২০টি স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স। ইমেলে উল্লেখ করা হয়েছিল প্রধানমন্ত্রী ছাড়াও আরও অনেকের উপর আক্রমণের প্রস্তুতি চলছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File