অর্থনৈতিক

ICICI Credit Card: ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের মেসেজ পাঠিয়েছে ICICI

ICICI Credit Card: ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের মেসেজ পাঠিয়েছে ICICI
Key Highlights

আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের এবার থেকে বাড়ি ভাড়ার মেটানোর সময় ব্যাঙ্ককে অতিরিক্ত টাকা দিতে হবে।

আজ অর্থাৎ ২০শে অক্টোবর ২০২২ থেকে এক নয়া নিয়ম প্রযোজ্য হতে চলেছে। ক্রেড, রেডজিরাফ, মাইগেট, পেটিএম এবং ম্যাজিকব্রিক্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে ক্রেডিট কার্ডে বাড়ি ভাড়া পেমেন্ট করেন। সেক্ষেত্রে এবার থেকে ১% ফি লাগু করবে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI)।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ধরনের লেনদেনের ক্ষেত্রে অন্য কোনও ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড সংস্থা এখনও পর্যন্ত কোনও ফি ধার্য করেনি। আইসিআইসিআই ব্যাঙ্কই প্রথম ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া প্রদানের উপর ফি লাগু করল। আগামিদিনে অন্যান্য ব্যাঙ্কগুলিও এই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

এতদিন এই ধরনের লেনদেনের প্ল্যাটফর্মগুলি পেমেন্ট পিছু ০.৪৬-২.৩৬% কনভিনিয়েন্স ফি চার্জ করত। এই ফি আসলে MDR (মার্চেন্ট ডিসকাউন্ট রেট)-এর বিকল্প হিসাবে কাজ করে। অনলাইন প্ল্যাটফর্মগুলি বিল পেমেন্টের জন্য ব্যবহারকারীর কার্ডের পরিষেবা ব্যবহার করার জন্য মার্চেন্টদের এটি চার্জ করে।

ভাড়া প্রদানের ক্ষেত্রে মার্চেন্ট হলেন বাড়িওয়ালা। তিনি তো আর ভাড়া নেওয়ার জন্য কোনও ফি প্রদান করবেন না! আর ঠিক সেই কারণেই বাড়ি ভাড়ার মতো ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলি লেনদেন ফি-র আকারে ভাড়া প্রদানকারীর থেকেই MDR-এর টাকা তুলে নেয়। আইসিআইসিআই ব্যাঙ্কের ১% ফি-র সঙ্গে এই MDR বা অনলাইন প্ল্যাটফর্মের পেমেন্ট ফি গুলিয়ে ফেললে একদমই চলবে না। অনলাইন প্ল্যাটফর্মের পেমেন্ট ফি আগের মতোই থাকছে। শুধুমাত্র বাড়তি আইসিআইসিআই-এর ফি যোগ হচ্ছে।