শহর কলকাতা

East West Metro Kolkata | ডিসেম্বরেই হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রো চালুর সম্ভাবনা! দুই শনিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো!

East West Metro Kolkata | ডিসেম্বরেই  হাওড়া ময়দান-এসপ্লানেড মেট্রো চালুর সম্ভাবনা! দুই শনিবার বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো!
Key Highlights

১৯সে অগাস্ট এবং ২৬ সে অগাস্ট বন্ধ থাকবে শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য এই সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। ধাপে ধাপে কাজ শেষের পর ডিসেম্বরে হাওড়া ময়দান-এসপ্লানেড রুটে চালু হতে পারে মেট্রো।

সপ্তাহ শেষে সল্টলেক অফিস যাত্রীদের ভোগান্তি। আগামী দুই শনিবার বন্ধ থাকবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro Kolkata) পরিষেবা। শিয়ালদহ (Sealdah) এবং হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এসপ্ল্যানেড (Esplanade) ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই বিচ্ছিন্ন অংশকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে যোগ করার কাজের জন্যই আগামীকাল এবং পরের সপ্তাহে এই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro Authority)।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের (Integrated Safety Test) জন্যই আগামীকাল অর্থাৎ ১৯সে অগাস্ট ও ২৬সে অগাস্ট গোটা দিনই বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন। ইন্টিগ্রেটেড সেফটি ইতিমধ্যেই চালু হয়েছে। সেক্টর ফাইভ (Sector Five) থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিচালন ব্যবস্থার সফ্টওয়্যার ও হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ইন্টিগ্রেটেড সেফটি। সেই ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে আগামী দু’টি শনিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার এমনিতেই কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বন্ধ থাকে। ফলে দুই শনিবার এই রাত্রে মেট্রো রেল পরিষেবা বন্ধ রাখায় মেট্রোর ইঞ্জিনিয়াররা পর পর দু'সপ্তাহ ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের সুযোগ পাবেন।

 শহরের যাত্রী পরিবহণের অন্যতম লাইফলাইন হল কলকাতা মেট্রো (Kolkata Metro)। শিয়ালদহ ও সেক্টর ফাইভ সংযুক্তিকরণের পর থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো (East West Metro Kolkata) লাইনে যাত্রীর সংখ্যাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই  চালু হওয়ার পর উল্লেখ্য ভাবে সুবিধা হয়েছে অফিস পাড়ার অর্থাৎ সেক্টর ফাইভের যাত্রীদের। ফলে শনিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকায় সেই যাত্রীদের সমস্যায় পড়তে হবে। যদিও, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত। 

শহরজুড়ে কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ চলছে জোরকদমে। জানা গিয়েছে, । চলতি বছরের মধ্যেই বেশ কিছু সম্প্রসারণের কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা রয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। এমনকি মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসেই চালু হয়ে যেতে পারে  হাওড়া ময়দান ও এসপ্লানেডের মধ্যে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বি-বাদী-বাগ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ওই মেট্রোপথে ভাড়া আদায়-সহ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা সেক্টর ফাইভ এবং শিয়ালদহের মধ্যে চালু ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে। 

যাতে যাত্রীদের ক্ষেত্রে ভাড়ার কাঠামো, যাতায়াত সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়গুলি এক জায়গা থেকেই নিয়ন্ত্রিত হয়। মেট্রো সূত্রের খবর, এই কাজের অঙ্গ হিসাবে বিশেষ রেভিনিউ কিট সফ্‌টওয়্যার নতুন করে বসানো ছাড়াও তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এই প্রসঙ্গে মেট্রোর এক আধিকারিক জানাচ্ছেন, মেট্রোর নতুন অংশে পরিষেবা শুরুর আগে প্রযুক্তিগত সংযুক্তি বিশেষ আবশ্যক। সেই জন্যই আগামীও দুই শনিবার ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোপরিষেবা বন্ধ রাখতে হচ্ছে বলে। মেট্রোকর্তাদের দাবি, গোটা পথে ট্রেনের চাকা না গড়ালেও পরিষেবা সংক্রান্ত প্রযুক্তির আঙ্গিকে জুড়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আপাতত এসপ্লানেড এবং শিয়ালদহের মধ্যে একটি সুড়ঙ্গপথেই এই প্রযুক্তি সম্প্রসারণের প্রয়োজনীয় সংযোগ গড়ে তোলা হয়েছে।

মেট্রো সূত্রে খবর, মাঝের অংশ বৌবাজারে পর পর  বিপত্তির কারণে শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না ঠিকই। তবে ওই ব্যবধানটুকু সরিয়ে রেখে বাণিজ্যিক পরিষেবার নানা আনুষঙ্গিক শর্ত পূরণ করে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চালু থাকা একই ‘নেটওয়ার্ক’-এর আওতায় চলে আসবে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশ। নতুন সফ্‌টওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির হাত ধরে এই প্রথম জুড়ে যাবে মেট্রোর পূর্ব এবং পশ্চিম, দুই প্রান্ত। এর পরের ধাপে এসপ্লানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে জোড়া সুড়ঙ্গের সব সমস্যা মিটে গেলে সিগন্যালিং-সহ অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তি নিয়ে কাজ হবে। 


West Bengal govt | কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
Howrah Metro | মেট্রোয় মর্মান্তিক মৃত্যু, বিনা চিকিৎসায় প্রাণ গেলো রাজ্য সরকারি কর্মীর, গাফিলতির অভিযোগ মেট্রো কতৃপক্ষের বিরুদ্ধে
Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Kolkata Drug Ring | খাস কলকাতায় রমরমিয়ে চলছিল আন্তর্জাতিক মাদকচক্র! গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৩ মহিলা সহ ১০
Breaking News | যাদবপুর ছাত্রী মৃত্যুতে তদন্তকারীদের হাতিয়ার ঝিলপাড়ের বাথরুমের সিসিটিভি ফুটেজ!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla