লাইফস্টাইল

Turmeric Benefits For Skin: পুজোর আগেই ঘরোয়া টোটকায় ফিরে পান উজ্জ্বল ত্বক

Turmeric Benefits For Skin: পুজোর আগেই ঘরোয়া টোটকায় ফিরে পান উজ্জ্বল ত্বক
Key Highlights

আপনার ত্বকের যত্ন নেওয়ার জন্য কেমিক্যাল প্রোডাক্ট নয়, বরং ঘরোয়া রূপটানের সাহায্য নিতেই পারেন আপনি।

"হলুদ" আমাদের পুরনো কিছু ঘরোয়া টোটকা আছে, যার সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত। আপনিও নিশ্চয়ই সেসব টোটকার কথা কখনও না কখনও শুনেই থাকবেন। মা বা ঠাকুমারা ত্বক ভালো রাখতে সেসব টোটকার উল্লেখ বারবার করে থাকেন। 

হলুদের কার্যকরী আয়ুর্বেদ গুণের জন্যই বিভিন্ন বিউটি প্রোডাক্টে এই হলুদ ব্যবহার করা হয়। যা ত্বকের জন্য সত্যিই খুব ভালো। আমরাও এই হলুদের ব্যবহার করে থাকি। কিন্তু হলুদ ত্বকের যত্নে কেন ব্যবহার করবেন? 

রূপচর্চায় হলুদের গুনাগুন 

হলুদে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান; যা আপনার ত্বক ভালো রাখতে বেশ কাজে দেয়। এই ধরনে উপাদান আপনার ত্বককে ভালো রাখতে বেশ কাজে দেয়। যা আপনার ত্বকে জেল্লা ফিরিয়ে দিতে পারে। এছাড়া আপনার ত্বকের ঔজ্জ্বল্য হয় দেখার মতো। হলুদের অ্যান্টি অক্সিড্যান্ট গুণ আপনার ত্বকের নানা সমস্যা কমাতে সাহায্য করে। তাই আপনার ত্বক ভালো রাখার জন্য কিন্তু আপনি হলুদের ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। আর তা আপনার ত্বককে খুবই ভালো রাখবে।

আপনার ত্বকের ধরন অনুযায়ী হলুদ এর ব্যবহার করা উচিত। এরকম করা কখনও উচিত নয় যে, মুখে হলুদের ভুল প্রয়োগ করলেন। কারণ আমরা অনেক সময় না জেনে ভুলভাবে ব্যবহার করে ফেলি হলুদের। আর তাই আপনার ত্বকের বারোটা বাজানোর জন্য যথেষ্ট।

হলুদ সানবার্ন থেকে রক্ষা করে

আমাদের ত্বকে কিন্তু রোদের কারণে খুবই খারাপ প্রভাব পড়ে। এতে ত্বকের বারোটা বাজতে খুব বেশি সময় লাগে না। যেমন, ত্বক রোদে পুড়ে যেতে পারে। ত্বকে কালো দাগছোপ তৈরি হতে পারে। এর জন্য কিন্তু আপনি হলুদকে কাজে লাগাতে পারেন।

একটি পাত্রে পরিমাণ মতো হলুদ নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো বেসন এবং দুধ মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। এবার মিশ্রণটি মুখে, ঘাড়ে, গলায় ভালো করে লাগিয়ে নিন। অবশিষ্ট অংশ হাতেও লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

মুখের জেল্লা ফেরাতে হলুদের ভূমিকা 

ঘরোয়া রূপটানে প্রাচীন কাল থেকেই এই হলুদ ব্যবহার হয়ে এসেছে। আর এর গুণ সত্যিই প্রশংসা করারই মতো। যা আপনার মুখের জেল্লা ফেরাতে দারুণ কাজে দেবে? এর জন্যই আপনাকে বানিয়ে নিতে হবে একটি ফেস প্যাক।

একটি পাত্রে পরিমাণ মতো কাঁচা হলুদ বাটা নিন। তাতে মিশিয়ে দিন গোলাপ জল। এর সঙ্গে পরিমাণ মতো বেসন মেশান। খেয়াল রাখবেন, সেই মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। আবার খুব ঘনও না হয়। সেই ফেসপ্যাক ত্বকের যত্নে কাজে লাগান। মুখে ভালো করে লাগিয়ে নিন সেই ফেসপ্যাক। ঘাড়ে ও গলাতেও লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে মুখে ধুয়ে ফেলুন।


West Bengal Weather | স্বস্তির আভাস বঙ্গে! ৫০ থেকে ৬০ কিমি বেগের হাওয়ার সঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Swami Vivekananda Jayanti | 'স্বামীজির শিক্ষাই যুবদের অনুপ্রেরণা'! বিবেকানন্দ জয়ন্তীতে উদযাপন যুব দিবসও! পড়ুন স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাসের বাণী!
World Laughter Day 2023 | জানুন বিশ্ব হাসি দিবসের গুরুত্ব!
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
FSSAI সম্পর্কে বিস্তারিত তথ্য | Detailed information about FSSAI
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla