Cruise Ship Fire | সমুদ্রে অগ্নিকান্ড, মৃত ৩, আহত ১৮ জন! আতঙ্কে জাহাজ থেকে ঝাঁপ দিলেন বাকি যাত্রীরা
Sunday, July 20 2025, 3:22 pm

কেএম বার্সেলোনা ভিএ নামের জাহাজটিতে তিনশোরও বেশি যাত্রী ছিল বলে খবর। আতঙ্কে অনেকে জাহাজ থেকে জলে লাফিয়ে পড়েন।
ইন্দোনেশিয়ার সমুদ্রপথে বিপর্যয়। রবিবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এদিন তিনশোরও বেশি যাত্রী নিয়ে ফেরিটি মানাডো বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল কেএম বার্সেলোনা ভিএ নামের এক যাত্রীবাহী জাহাজ। উত্তর মিনাহাসা রিজেন্সির তালিস দ্বীপের কাছাকাছি জাহাজটিতে আগুন লাগে। আগুনের শিখা থেকে বাঁচতে জলে লাফিয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। এঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৮ জন। পুড়ে ভস্মীভূত হয়েছে গোটা জাহাজটি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মোট ১৫০ যাত্রীদের উদ্ধার করেছে ৩টি উদ্ধারকারী জাহাজ।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইন্দোনেশিয়া
- অগ্নিকান্ড
- জাহাজ
- মৃত্যু
- আহত
- নিহত
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা