West Bengal | মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর বন দপ্তর! রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য করা হল প্রত্যাহার

Friday, January 24 2025, 7:56 am
highlightKey Highlights

বনাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে আমজনতার থেকে টাকা নেওয়ার ঘটনায় বন দপ্তরকে তীব্র কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


বনাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে আমজনতার থেকে টাকা নেওয়ার ঘটনায় বন দপ্তরকে তীব্র কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই প্রবেশ মূল্য প্রত্যাহার করার নির্দেশও দেন। এই নির্দেশের ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্যের সমস্ত বনাঞ্চলের প্রবেশ মূল্য প্রত্যাহার করল বনদপ্তর। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ডিএফওরা। উল্লেখ্য, এতদিন বক্সা বাঘ বনে ঢুকতে গেলে পর্যটকদের প্রতিদিনের জন্য মাথা পিছু দিতে হত ১৫০ টাকা। এছাড়া প্রতি গাড়ির জন্য ৪৮০ টাকা ধার্য করেছিল বন কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File