লাইফস্টাইল

Hair Smoothening at Home | পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ নয়! বাড়িতে বসেই সহজে,কম খরচে করুন হেয়ার স্মুদনিং!

Hair Smoothening at Home | পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচ নয়! বাড়িতে বসেই সহজে,কম খরচে করুন হেয়ার স্মুদনিং!
Key Highlights

পুজোর আগে হেয়ার ট্রিটমেন্ট মাস্ট। তবে পার্লারে গেলেই খরচ হাজার হাজার টাকা। তবে কম খরচে করতে পারেন বাড়িতে হেয়ার স্মুদনিং।

পুজোর আর হাতে গুনে কয়েকটা দিন বাকি। এর মধ্যেই হেয়ার স্মুদনিং (Hair Smoothening) করানোর জন্য় পার্লরে ভিড় করছেন অনেকেই। বিগত বেশ কিছু সময় ধরে পুজোর আগে হেয়ার স্ট্রেট বা স্মুদনিং করানো যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনই এটি যেন হয়ে উঠেছে এক নয়া ট্রেন্ড। তবে পার্লারে গিয়ে এই হেয়ার ট্রিটমেন্ট করতে গুনতে হয় বেশ পরিমাণ টাকা। পুজোর মরশুমে একাধিক পার্লার নানান ছাড় দিলেও সেই খরচ পরে যায় প্রায় ৭-৮ হাজার টাকা। ফলে অনেকের এই হেয়ার ট্রিটমেন্ট করানোর ইচ্ছা থাকলেও পিছুপা হন। তবে চিন্তা নেই! পার্লারে গিয়েই যে হেয়ার হেয়ার স্মুদনিং হয় তা কিন্তু নয়। কম খরচের পাশাপাশি কম ঝঞ্ঝাটে  বাড়িতে হেয়ার স্মুদনিং (Hair Smoothening at Home) করা যায়। কীভাবে দেখে নিন এক নজরে! 

বাড়িতে হেয়ার স্মুদনিং-র পদ্ধতি । Methods of Hair Smoothening at Home : 

হেয়ার স্মুদনিং হল এক ধরনের হেয়ার ট্রিটমেন্ট। একটি বিশেষ রাসায়নিক পদ্ধতিতে চুলের টেক্সটার উন্নত করা হয়। এই ট্রিটমেন্টে  ব্যবহার করা হয় ফর্মালডিহাইড সলিউশন (Formaldehyde solution)। তবে বাড়িতে হেয়ার স্মুদনিং (Hair Smoothening at Home) করলে রাসায়নিকের হাত থেকে চুল রক্ষা পাবে। হয়তো পার্লারের মতো দীর্ঘস্থায়ী  হেয়ার স্মুদনিং হবে না তবে বাড়িতে এই ট্রিটমেন্ট করলে আপনার চুল যেমন হয়ে উঠবে স্মুদ, সিল্কি, সাইনিং তেমনই থাকবে সুস্থ্য এবং খরচও অনেক কম। দেখে নিন বাড়িতে হেয়ার স্মুদনিং (Hair Smoothening at Home) করার নানান পদ্ধতি।

১.  নারকেল দুধ এবং লেবুর রস দিয়ে । With Coconut Milk and Lemon Juice :

নারকেলের দুধ এবং লেবুর রস ব্যবহার করে বাড়িতে হেয়ার স্মুদনিং (Hair Smoothening at Home) করা যায়। এর জন্য আধা কাপ নারকেল দুধে এক টেবিল চামচ তাজা লেবুর রস মিশিয়ে মসৃণটির পেস্ট তৈরি করুন। মিশ্রণটি সারারাত ফ্রিজে রাখুন। পরদিন সকালে মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। এরপর অন্তত ৩০-৪৫ মিনিটের জন্য অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি হালকা শ্যাম্পু ব্যবহার করুন। 

এই মিশ্রণটি সপ্তাহে একবার ব্যবহার করুন। নারকেল দুধে প্রচুর পরিমাণে চর্বিযুক্ত তেল এবং ভিটামিন বি১, বি৩, বি৫ এবং বি৬ এর পাশাপাশি ভিটামিন ই  রয়েছে। এছাড়াও এতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম ইত্যাদি খনিজ রয়েছে। এই সমস্ত পুষ্টি উপাদান শুষ্ক চুলের পুষ্টি জোগায় এবং তাদের নরম, মসৃণ এবং চকচকে করে তোলে। নারকেলের দুধে থাকা প্রোটিন চুলকে মসৃণ ও ঝলমলে করতে সাহায্য করে। লেবুর রস আমাদের চুলে ভিটামিন সি বাড়ায়। লেবুর রস মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে এবং চুলের ফলিকলকে পুষ্টি ও শক্তিশালী করতে সাহায্য করে। এতে লিমোনিন নামে পরিচিত একটি যৌগ রয়েছে, যা শুষ্ক এবং ঝরঝরে চুলকে পুনরুজ্জীবিত করতে এবং তাদের মসৃণ করতে সাহায্য করে।

২. ডিম দিয়ে বাড়িতে হেয়ার স্মুদনিং । Hair Smoothening at Home with Eggs :

ডিম দিয়ে বাড়িতে হেয়ার স্মুদনিং  করতে হলে প্রথমে একটি ডিমের সাদা অংশ আলাদা করে একটি পাত্রে ফেটিয়ে নিন। এরপর তাতে অলিভ অয়েল  এবং মধু এক চামচ করে যোগ করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। এবার এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় লাগান। অন্তত ৩০-৪৫ মিনিট অপেক্ষা করে হালকা যামু দিয়ে চুলটি ধুয়ে নিন। এটি সপ্তাহে একবার করুন।

বাড়িতে চুল মসৃণ করতে ডিম দারুণ কাজ করে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে এবং চুলের শুষ্কতার কারণে ভেঙে যাওয়া প্রতিরোধ করে। ডিমের কুসুমে ভিটামিন-এ থাকে, যা মাথার ত্বকে সিবাম উৎপাদন বাড়ায় এবং চুলের পাশাপাশি মাথার ত্বককে ময়েশ্চারাইজ করে। এছাড়াও ডিমের কুসুমে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে যা শুষ্ক এবং ডিহাইড্রেটেড চুলকে ময়শ্চারাইজ করে এবং রিহাইড্রেট করে, খোলা কিউটিকল বন্ধ করে এবং এইভাবে রুক্ষ চুলকে মসৃণ করতে সাহায্য করে। ডিমের কুসুমে উপস্থিত ভিটামিন-বি এবং ভিটামিন ই মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। এইভাবে, এটি চুলের ফলিকলগুলিতে আরও ভাল অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে যা ফলস্বরূপ শুষ্ক এবং নিস্তেজ চুলকে পুনরুজ্জীবিত করে।

এছাড়াও যদি আপনি হেয়ার স্মুদনিং কিট (hair smoothing kit) কিনে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে হেয়ার স্মুদনিং পদ্ধতি শুরু করার আগে হেয়ার স্মুদনিং শ্যাম্পু (Hair Smoothening Shampoo) দিয়ে শ্যাম্পু করে নিন। এক্ষেত্রে আপনি একটি মাইল্ড শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে সালফেট ফ্রি শ্যাম্পুই ব্যবহার করা শ্রেয়। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগানো মাস্ট। এরপর চুলটি ভালোভাবে শুকিয়ে নিন। এক্ষেত্রে ব্লো-ডরাই ব্যবহার করেত পারেন। এরপরই শুরু করতে হবে হেয়ার স্মুদনিং পদ্ধতি। চুলে শ্যাম্পু করার পরেই এই স্মুদনিং ক্রিম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বাজারচলতি যে কোনও স্মুদনিং ক্রিম কিনতে পারেন। তবে ভালো মানের ক্রিম ব্যবহার করাই শ্রেয়। এতে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে। ক্রিম লাগানোর জন্য প্রথমে চুলের এক একটি ভাগ করে নিন। প্রতিটি ভাগ ক্লিপ দিয়ে আলাদা করে নিন। এরপর একটি পাত্রে পরিমাণ মতো স্মুদনিং ক্রিম নিন। সেটি আপনার চুলে লাগান। এরপর ৩০ মিনটি অপেক্ষা করুন। তবে প্রতি ১০ মিনিট অন্তর চুল আঁচড়াতে ভুলবেন না। এরপর শেষে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পরে আবার ব্লো ড্রাই করুন। তারপর একটি রিপেয়ারিং হেয়ার মাস্ক লাগান। রুক্ষ এবং শুষ্ক চুলকে রিপেয়ার করার জন্যে এই হেয়ার মাস্ক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও আপনি বাজারচলতি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এটি লাগানোর পরে ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পরে শুকনো করে মুছে নিন। তারপর ব্লো ড্রাই করুন। শেষে একটি স্ট্রেট আয়রন ব্যবহার করে চুল স্ট্রেট করে নিন। 

উল্লেখ্য, এই ট্রিটমেন্ট করানোর পরে ৭২ ঘণ্টা চুলে শ্যাম্পু বা অন্য কোনও হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। তিন দিন পর শ্যাম্পু করতেই পারেন। তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন যে, স্মুদনিং করানোর পরে চুলের সঠিক উপায়ে যত্ন নেওয়া জরুরি। হেয়ার স্মুদনিং চুলের জন্যে উপকারী, কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। হেয়ার স্মুদনিং করার পরে সঠিক উপায়ে যত্ন না নিলে চুলের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে সঠিক হেয়ার স্মুদনিং শ্যাম্পু (Hair Smoothening Shampoo), ক্রিম ব্যবহার করতে হবে। 


Cyber Crime | পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে ফোনে কেউ টাকা চাইছে? সাবধান! AI ভয়েস ক্লোনিং দ্বারা প্রতারিত হচ্ছেন বহু!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
Labour Day | গোটা বিশ্বের থেকে ভিন্নভাবে শ্রমিক দিবস পালন করা হয় আমেরিকায়! জানেন কীভাবে ভারতের ইতিহাসে যুক্ত হয় এই দিবস?
Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali