গুগল ম্যাপে কীভাবে আপনার বাড়ির ঠিকানা যোগ করবেন তা জেনে নিন
আমরা অনেকেই এখন কোথাও যাতায়াতের ক্ষেত্রে গুগল ম্যাপ কে সঙ্গী বানাই। তবে নিজের বাড়ির ঠিকানা কীভাবে গুগল ম্যাপে যোগ করবেন তা অনেকের কাছেই অজানা।
কোনো অচেনা জায়গায় গেলে সেখান থেকে নিজের বাড়ি ফিরতে গেলে অনেক সময়ই সঠিক রাস্তা খুঁজে পেতে সমস্যা হয়। এবার আর কোনো চিন্তা নেই, খুব সহজেই আপনি গুগল ম্যাপে আপনার বাড়ির ঠিকানা যোগ করতে পারবেন। এরফলে কোনো নতুন জায়গায় গেলে আপনার বাড়ীর ঠিকানাটা আপনি গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাবেন এবং খুব সহজেই বাড়ি পৌঁছে যেতে পারবেন।
গুগল ম্যাপে নিজেদের লোকেশন অ্যাড করবেন কীভাবে?
গুগল ম্যাপে আপনারা লোকেশন অ্যাড করতে চান তাহলে আপনাকে নীচের পদ্ধতি টি মেনে চলতে হবে
- গুগল ম্যাপ ইনস্টল করতে হবে
- তারপর গুগল ম্যাপ অন করুন
- একদম শেষে গুগল স্যাটেলাইট ম্যাপ এর সাহায্যে লোকেশন অ্যাড করুন।
গুগল ম্যাপে নিজেদের ঠিকানা যুক্ত করার পদ্ধতি
গুগল ম্যাপে ঠিকানা অ্যাড করার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
গুগল ম্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যান, তারপর প্লে স্টোরে সার্চ বক্সে গুগল ম্যাপ লিখে ইনস্টল অপশন এর সাহায্যে অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন। তবে বেশিরভাগ অ্যান্ড্রয়েড মোবাইলে প্রথম থেকেই গুগল ম্যাপ ইনস্টল থাকে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে প্রথমে আপডেট করে নিন।
কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব
গুগল ম্যাপে ঠিকানা যোগ করার জন্য আপনি মোবাইল থেকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি খুলে নিয়ে উপরের তিন ডট অপশন থেকে আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করে নিন।
জিমেইল একাউন্টে লগইন করা হয়ে গেলে আপনি একদম নিচে Contribute (+) নামে একটি অপশন দেখতে পাবেন। নতুন ঠিকানা Add করার জন্য আপনি এই অপশনটি প্রেস করুন।
তারপর Add Place অপশনটিতে ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল অথবা ডিভাইসের স্ক্রিনে আসা ফর্মটিতে আপনি যেই জায়গাটি গুগল ম্যাপে অ্যাড করতে চান; সেই জায়গাটির নাম, ক্যাটাগরি এবং লোকেশন লিখে দিন।
সবকিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে Update Location on Map অপশনটি ক্লিক করুন, এবং ম্যাপের মধ্যে আপনার যুক্ত করতে চাওয়া লোকেশন টি কোথায় সেটা দেখিয়ে দিন। এর জন্য আপনি লাল রঙের আইকনের উপর ওই নির্দিষ্ট স্থানটি নিয়ে যান।
সব তথ্য সঠিক ভাবে দেওয়া হয়ে গেলে এই অপশনটি নীল রং হয়ে যাবে। যদি আপনার নতুন জায়গাটির ঠিকানা পুরোপুরিভাবে এবং সঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সাবমিট চিহ্ন টিতে ক্লিক করে নতুন জায়গাটি গুগল ম্যাপে সাবমিট করে দিন।
সাবমিট করার সাথে সাথেই গুগল ম্যাপ থেকে আপনাকে একটি Successful message পাঠানো হবে। এটি দেখানো মাত্র আপনি বুঝে নেবেন, যে নতুন জায়গাটি গুগল ম্যাপে আপনি অ্যাড করেছেন সেটি আগামী 24 ঘন্টার মধ্যে গুগল ম্যাপে দেখানো হবে।
আরো একবার একনজরে গুগল ম্যাপে ঠিকানা যুক্ত করার পদ্ধতি গুলি দেখে নিন।
- প্রথমে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন টা খুলে নেবেন
- তারপর Contribute (+) অপশনটিতে ক্লিক করবেন
- জায়গাটির নাম এবং ঠিকানা দেবেন
- ম্যাপের ছবিটিতে হাত দিয়ে সঠিক ঠিকানা, তীর চিহ্ন এর সাহায্যে গুগোল কে দেখিয়ে দেবেন।
- তারপর নীল রংয়ের তীর চিহ্নের সাহায্যে গুগল কে দেখিয়ে দেবেন।
এই পদ্ধতি অনুসরণ করে আপনি যতগুলি চান ততগুলি নতুন জায়গা গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন।
প্রশ্নোত্তর - Frequently Asked Questions
গুগল ম্যাপ কেন ব্যবহার করা হয়?
গুগল ম্যাপ ব্যবহার করে নিমেষেই বের করে ফেলতে পারেন যেকোন দূরত্ব ।
গুগল ম্যাপের সাহায্যে কীভাবে দূরত্ব মাপবেন ?
আপনাকে প্রথমে যেখান থেকে দূরত্ব মাপতে চান সেই লোকেশনে ড্রপ পিন দিয়ে হোল্ড করতে হবে। তারপর ড্রপ পিন এ চাপ দিলে কতগুলো অপশন আসবে, সেখান থেকে “Measure Distance” এ ক্লিক করলেই দূরত্ব মাপা যাবে।
গুগল কী?
Google LLC হল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা ইন্টারনেট- সম্পর্কিত পরিষেবা এবং পণ্যগুলিতে বিশেষজ্ঞ, যার মধ্যে রয়েছে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি , একটি সার্চ ইঞ্জিন , ক্লাউড কম্পিউটিং , সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার।
গুগল আবিষ্কার করেন কে?
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির দুইজন স্টুডেন্ট যাদের নাম ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন। তারা ১৯৯৬ সালে দুইজন মিলে গুগলের আবিষ্কার করেন।
গুগল ম্যাপ কি?
গুগল একটি মাল্টিন্যাশনাল টেকনোলজি পাবলিক কোম্পানি। যার সাহায্যে কোন ইউজার যেকোন ইনফরমেশন টাইপ করে সার্চ করতে পারে।
গুগল এর পূর্ণ নাম কি?
Global Organization Oriented Group Language of Earth.
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- গুগল
- গুগল ম্যাপ
- গুগল লোকেশন