সিংহ(Leo) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Saturday, January 29 2022, 5:05 am
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

স্বাস্থ্য :

আজ কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে।  

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।

শুভ সংখ্যা :

৬১

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত রয়েছে। আজ কোনও খারাপ খবর পেতে পারেন। আজ আপনি নিজের মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File