মকর ( Capricorn) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Thursday, February 10 2022, 8:40 am
মকর ( Capricorn) রাশির জাতক, জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
highlightKey Highlights

আপনার কী মকর রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি  

Capricorn (Dec. 22-Jan. 19)

আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

দাম্পত্য জীবন :

নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসার জীবনে অশান্তি।

শুভ সংখ্যা :

৩৩

শুভ রং :

নীল

শুভ দিক :

দক্ষিণ দিক

শুভ রত্ন :

ইন্দ্রনীলা

মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির জাতকরা নিঃসঙ্গ থাকতে ভালোবাসে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসীন ভাব এদের চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। 

বক্তব্য :

আজ ব্যবসায় কোনও ব্যক্তিকে নিয়ে বিবাদ। ব্যবসায় লাভ বাড়তে পারে। বাড়িতে নতুন কোনও লোককে নিয়ে চিন্তা। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা নিয়ে সকলের সঙ্গে বিশেষ আলোচনা। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File