মকর (Capricorn) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Sunday, February 6 2022, 4:00 am
Key Highlightsআপনার কী মকর রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
Capricorn (Dec. 22-Jan. 19)
স্বাস্থ্য :
আজ কোনো কারণে আঘাত পেতে পারেন।
অর্থ:
আজ সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে।
শুভ সংখ্যা :
৯০
শুভ রং :
নীল
শুভ দিক :
দক্ষিণ দিক
শুভ রত্ন :
ইন্দ্রনীলা
মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এই রাশির জাতকরা নিঃসঙ্গ থাকতে ভালোবাসে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসীন ভাব এদের চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়।
বক্তব্য :
ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন আজ। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারবেন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। আজ কোনও লোকের উপকার করে সুনাম অর্জন করবেন। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসার খবর পেতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য মনে আনন্দ।








