বৃষ (Taurus ) রাশির জাতক,জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Thursday, March 10 2022, 12:46 pm

আপনার কী বৃষ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ ( Taurus ), এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
Taurus (April 20-May 20)
স্বাস্থ্য :
আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে।
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :
স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।
শুভ সংখ্যা :
৮৮
অর্থ :
আজ আর্থিক ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন।
শুভ রং :
মেরুন
শুভ দিক :
উত্তর
শুভ রত্ন :
চুনি
বৃষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
নিজের প্রতিভায় এরা সকলের কাছে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এদের জীবনে উত্থান পতন খুব কম। এদের চরিত্রের এক বিশেষ ধর্ম হল দীর্ঘসুত্রিতা। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, দৃঢ় প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে থাকে।
বক্তব্য :
খারাপ চিন্তা থেকে দূরে থাকুন। চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের কোনও কিছু নিয়ে উদ্বেগ। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সূত্রে বদনাম হতে পারে। সমুদ্রতীরে ভ্রমণ হতে পারে।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।