মেষ(Aries) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Friday, January 28 2022, 5:28 am
Key Highlightsআপনার কী মেষ রাশি? তাহলে আজকের দিনটি ( ২৮শে জানুয়ারি, শুক্রবার ) আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
রাশি চক্রের প্রথম রাশি মেষ(Aries), এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একনজরে :
স্বাস্থ্য :
লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে।
দাম্পত্য সম্পর্ক/ ভালোবাসা :
আজ স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক বেশ ভালোই থাকবে।
শুভ সংখ্যা :
১২
অর্থ :
ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন।
শুভ রং :
লাল
শুভ দিক :
দক্ষিণ
শুভ রত্ন :
লাল প্রবাল
মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এই রাশির ব্যক্তিরা শৈশব থেকেই তেজস্বী, স্পষ্টবক্তা এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। নানা রকম রোমাঞ্চকর কাজ, সাহসিকতার কাজ করতে পারলে এরা খুব আনন্দিত হয়। এই রাশির ব্যক্তিরা সমালোচনা সহ্য করতে পারে না। এরা পরিশ্রমী হয় তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল।
বক্তব্য:
সাফল্য লাভের যোগ রয়েছে। বিদ্যার্থীরা ভালো কিছু করে দেখানোর সুযোগ পাবেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে আজ আপনার জেতার সম্ভাবনা রয়েছে।








