হুক্কার সাথে মেশানো হচ্ছে মাদক! শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা

Friday, December 2 2022, 6:25 pm
highlightKey Highlights

কলকাতার সমস্ত হুক্কা বারের লাইসেন্স বাতিল, হুক্কার সাথে নাকি মাদক মিশিয়ে তা সেবন করা হচ্ছে শহরের বেশকিছু হুক্কা পার্লারে তাই সমস্ত হুক্কা বারে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুরসভা।


শহরের সমস্ত হুক্কা বার বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা এমনকি কোনও বার যদি নির্দেশ অমান্য করে হুক্কা বিক্রি করে তাহলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা।

হুক্কা বার বন্ধের নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, জানুন কেন এমন পদক্ষেপ নেওয়া হল

কলকাতার হুক্কা বারগুলিতে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে কর্পোরেশনে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। ছেলে–মেয়ে নির্বিশেষে আসক্ত হয়ে পড়ছে নেশায়। নানা জায়গা থেকে এমন তথ্য উঠে আসছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। এগুলির জন্য আলাদা লাইসেন্স না হওয়ার জন্য না খাবারের দোকানের নাম করে হুক্কা বার চালিয়ে যাচ্ছে বলে খবর মিলছে। শহরে ঠিক কতগুলি হুক্কা বার রয়েছে তার হিসেবও রাখা সম্ভব হচ্ছে না।

শুক্রবার শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। মাদকে আসক্ত হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তাই হুক্কা বার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যে কেমিক্যাল দেওয়া হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই লাইসেন্স বাতিল করা হবে। তারপর নতুন লাইসেন্স দেওয়া হবে না। পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।’‌




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File