পুজো ও উৎসব

Jamai Sasthi 2025 | ভুড়িভোজ ইলিশ-পাবদা-আম মাস্ট! একনজরে জামাইষষ্ঠীর বাজারদরের হালহকিকত

Jamai Sasthi 2025 | ভুড়িভোজ ইলিশ-পাবদা-আম মাস্ট! একনজরে জামাইষষ্ঠীর বাজারদরের হালহকিকত
Key Highlights

আজ জামাইষষ্ঠী। এলাহী ভোজের আয়োজনে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন স্বাশুড়ীরা। একনজরে আজকের ভোজের বাজারদর।

আজ জামাইষষ্ঠী। এলাহী ভোজের আয়োজনে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন বাঙালি বাড়ির শাশুড়ি মায়েরা। একনজরে আজকের ভোজের বাজারদর। আজ বাজারে ৫০০ থেকে ২ কেজি ওজনের ইলিশের দাম ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে। পাবদা মাছ ৬০০ টাকা/কেজি। খাসির মাংস কেজি প্রতি দর ৯০০ টাকা । মুরগির মাংস বিকোচ্ছে কেজি প্রতি ২৩০ থেকে ২৫০ টাকা করে। এছাড়াও আমের দাম কেজি প্রতি ১২০ টাকা ৷ আপেল কেজি প্রতি ৭০ টাকা ৷ লিচু ১৫০ টাকা/কেজি করে বিকোচ্ছে।