কলকাতা হাইকোর্ট

সিবিআই এবার গ্রুপ-ডি মামলায় তোপের মুখে পড়লো! সিটের প্রধানকেই কলকাতা হাইকোর্ট সরিয়ে দিল

সিবিআই এবার গ্রুপ-ডি মামলায় তোপের মুখে পড়লো! সিটের প্রধানকেই কলকাতা হাইকোর্ট সরিয়ে দিল
Key Highlights

গ্রুপ-ডি মামলাতে ডেপুটি সুপার কে.সি. রিশিনামোল, ইন্সপেক্টর ইমরান আশিককে সিট থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বুধবার এই সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আর সেই মামলার শুনানিতেই হাইকোর্টের তোপের মুখে সিবিআইয়ের সিটের প্রধান কে.সি. রিশিনামোল। আর এরপরেই পুরানো সিট ভেঙে দিল কলকাতা হাইকোর্ট।

গ্রুপ ডি মামলার শুনানি চলাকালীন বুধবার একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নিল কলকাতা হাইকোর্ট

কে.সি. রিশিনামোল, ইমরান আশিককে অব্যাহতি দেওয়া হল। তাঁরা বুধবার থেকেই আর কোনও কাজ করবেন না বলে স্পষ্ট নির্দেশিকাতে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি কোনও নথিতেও হাত দিতে পারবেন না বলে নির্দেশ। আর এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে নতুন সিবিআই সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে অংশুমান সাহা( ডেপুটি সুপার), বিশ্বনাথ চক্রবর্তী(ইন্সপেক্টর), প্রদীপ ত্রিপাঠি(ইন্সপেক্টর), ওয়াসিম আকরাম খান (ইন্সপেক্টর)।

এই চারজনকে সিটে যুক্ত করা হয়েছে। তবে CBI ACB র কলকাতার অফিসে কোন DIG নেই। তাই আগের DIG অখিলেশ সিং আপাতত SIT-এর নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তিনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকেই তাঁকে বাংলাতে নিয়ে আসার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আপাতত তাঁকে বদলি করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই খুব আস্তে আস্তে কাজ করছে। কেন করছেন সেটা তারাই জানেন। শুধু তাই নয়, গ্রুপ-ডি র ৫৪২ জনের মধ্যে মাত্র কেন ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁদের জিজ্ঞেস করলে একাধিক আরও নিথি পাওয়া যায় বলেও পর্যবেক্ষণ বিচারপতির।

তবে এদিন সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, বৃহত্তর চক্রান্তের বিষয়টি দেখা হচ্ছে। শুধু তাই নয়, টাকার উৎস খোঁজা হচ্ছে। এমনকি কাদের কাদের কাছে টাকা গেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিবিআই আধিকারিকরা। অন্যদিকে দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশনও। তবে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যানের ওপর আস্থা রয়েছে বলে জানান বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, এমন কিছু উনি করবেন না যাতে দুর্নীতি প্রশ্রয় পায় বলেও মন্তব্য বিচারপতির।

তবে এদিন শুনানিতে এসএসসি জানিয়েছে সিবিআইয়ের দেওয়া নথি থেকে নবম-দশমে ১৫০ জন ভুয়ো চাকরিপ্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে। তবে যারা এখনও চাকরি ছাড়েননি তাদের বিরুদ্ধে আদালত কড়া ব্যবস্থা নেবে বলে এদিন শুনানিতে জানালেন বিচারপতি।



Detox Water | তীব্র তাপদাহে বাড়ির বানানো ডিটক্স ওয়াটার খেয়ে চাঙ্গা করুন শরীর! কমবে ওজনও!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali