সোমবার থেকে দক্ষিণের জেলায় বাড়বে বর্ষণ, উত্তরে বৃষ্টির প্রকোপ কমবে বলে জানাল হাওয়া অফিস
পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। উত্তরের জেলাগুলিতে বৃষ্টি কমতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১০ জেলায় বর্ষার আগমনের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শনিবার সন্ধ্যার পরও ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে মহানগর। কিন্তু এখনও সে ভাবে ভারী বর্ষণ হয়নি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
অন্য দিকে, আগামী সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। রবি ও সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত কয়েক দিনে উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে একাধিক নদীর জলস্তর বেড়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- দক্ষিণবঙ্গ
- উত্তরবঙ্গ