উত্তরবঙ্গের তিন জেলায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

Thursday, September 15 2022, 6:15 pm
highlightKey Highlights

কলকাতার ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে ১৮ সেপ্টেম্বর বাংলা ও ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।


দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে তা রয়েছে। রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আপাতত পুজোর আবহাওয়া সম্পর্কে কোনও বার্তা দিতে পারছে না আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ৩ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন বিকেল থেকে পরপর বিভিন্ন সময়ে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী বৃষ্টিও হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File