Weather | কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস! উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কিছুক্ষনের মধ্যে কলকাতা ও শহর সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।


দিন কয়েক বৃষ্টির দেখা নেই কলকাতায় (Kolkata)। দিনে-রাতে অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। তবে কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া বদলাতে চলেছে বলে জানালো আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরেই ভালোরকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

ভালোরকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে
ভালোরকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

 হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর রয়েছে এবং ঘূর্ণবাতের জন্য প্রচুর মেঘ তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গের উপকূলবর্তী এলাকায়। এর ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), হাওড়া (Howrah), পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও কলকাতায় (Kolkata)। উল্লেখ্য, এদিন সকাল-দুপুর নাগাদই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরে। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটের মধ্যে ৪২.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, একটি সেল রয়েছে কলকাতার উপর যার, যার ফলে আবারও বৃষ্টি শুরু হতে পারে।

Trending Updates
কটি সেল রয়েছে কলকাতার উপর যার, যার ফলে আবারও বৃষ্টি শুরু হতে পারে
কটি সেল রয়েছে কলকাতার উপর যার, যার ফলে আবারও বৃষ্টি শুরু হতে পারে

এদিন কলকাতা ও শহর সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি আশেপাশে থাকবে। তবে রবিবার থেকে কলকাতায় তাপমাত্রা কমবে। আগামী পাঁচ থেকে সাত দিন মৌসুমী বায়ু খানিকটা সক্রিয় থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

পকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে
পকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। তবে যেহেতু ঘূর্ণাবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগরের উপরে, তাই সেখানে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি হবে কিন্তু তা স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই
উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই

প্রসঙ্গত, এবার বর্ষার মরশুমে প্রথম থেকেই কলকাতা-সহ দক্ষণবঙ্গে বৃষ্টির ঘাটতি ছিল। যদিও  বিগত কয়েকদিনে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও পূরণ হয়েছে দক্ষিণবঙ্গে। লাগাতার গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার প্রতি কোনওরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়। যদিও উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টি কিছুটা কম হওয়ার পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গেও তেমন কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান (Rajasthan), হরিয়ানা (Haryana), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar), পশ্চিমবঙ্গ (West Bengal) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যাঞ্চল হয়ে অসম (Assam) পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এই মুহূর্তে অক্ষের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের কোনও কোনও অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে ঢাকা সহ ১৪টি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। যার জেরে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File