আবহাওয়া

WB Weather | নতুন মাস শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা! তীব্র গরম বাড়ার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস!

WB Weather | নতুন মাস শুরুতেই তাপপ্রবাহের সতর্কতা! তীব্র গরম বাড়ার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস!
Key Highlights

জুন মাসের শুরু থেকেই বাড়বে গরম, অস্বস্তি। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বুধবার দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা।

জুন মাসের শুরুতেই বাড়তে চলেছে গরম। জুলাই মাসের শুরুতেই তাপপ্রবাহের (Heat Wave) সতর্কবার্তা আবহাওয়া দফতরের। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে বাড়বে অস্বস্তি। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস। তবে তাপপ্রবাহের আগে দু এক পশলা বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২রা জুলাই শুক্রবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং পশ্চিম বর্ধমানে (West Burdwan)। শনিবার ৩ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Burdwan), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Medinipur) এবং নদিয়া (Nadia) জেলাতে।

অন্যদিকে, জুন মাসের শুরুতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদা (Malda) এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও (North and South Dinajpur)। তবে উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) এই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার থেকে তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর।

বঙ্গে তাপমাত্রা আবার শিখরে পৌঁছনোর আগে দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩১সে মে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে বুধবার মেঘলা আকাশ থাকবে বলে জানান আবহাওয়াবিদরা। এদিন আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি। তবে আগামী রবিবার পর্যন্ত কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা নেই।

গত কয়েক দিন ধরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও বৃষ্টি সে ভাবে হচ্ছে না। যার ফলে ক্রমশ বাড়ছে অস্বস্তিকর গরম।বেশ কয়েক দিন আগে তীব্র গরম থেকে রেহাই দিতে কালবৈশাখী, ঝড়, বৃষ্টি হয়। তাতে অনেকগুলো দিন স্বস্তিতে ছিল বঙ্গবাসী। তবে নতুন মাস পড়তেই আবার সেই গরমের সঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা।