হুন্দুমতে বিয়ে করলেন হার্দিক - নাতাশা, ঠোঁটে চুম্বন, ভাইরাল ভিডিও
Friday, February 17 2023, 12:56 pm
Key Highlightsভালোবাসার দিনে উদয়পুরে হিন্দু রীতিতে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।
বহু প্রতীক্ষার পর এবার ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গত ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেন্টাইন দিবসে উদয়পুরে তার খ্রিস্টান ধর্মানুযায়ী জীবনসঙ্গী নাতাশার সাথে হিন্দু মতেও বিয়ে সেরে ফেললেন। বিয়ের মঞ্চে নাচতে নাচতে স্ত্রীর গলায় মালা পরিয়ে দিয়েই ঠোঁটে প্রেমের চুমু দিয়ে তাদের ভালোবাসা প্রস্ফুটিত করেছেন। এই মুহূর্তের ভিডিও তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দু-বছর আগেই তাঁরা খ্রিস্টান মতে বিয়ে সম্পন্ন করেছিলেন এবং তারপরেই জন্ম নেয় তাঁদের পুত্র অগস্ত্য। এবার আরও একবার ভালবাসার দিনেই নিজেদের সেই শপথগুলো আবার ঝালিয়ে নিলেন ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। আগেই প্রকাশ্যে এসেছিল খ্রিশ্চান মতে বিয়ের ছবি। এবার নবদম্পতির হিন্দু মতে বিয়ের ছবি শেয়ার করলেন ভারতীয় ক্রিকেটার। বিখ্যাত ডিজাইনার আবু জনি ও সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন নব দম্পতি।

- Related topics -
- সেলিব্রিটি
- ক্রিকেটার
- শুভ বিবাহ
- বিবাহ
- লাইফস্টাইল








