গুজরাট

Fire haircut: ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন, ‘কী ভাবে সম্ভব হল এই ঘটনা?’

Fire haircut: ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন, ‘কী ভাবে সম্ভব হল এই ঘটনা?’
Key Highlights

মারাত্মক বিপদ! কাঁচি নয়, আগুন দিয়েই কাটা হচ্ছে চুল। কায়দা মেনে চুল কাটাতে গিয়েই প্রায় অর্ধদগ্ধ হল এক কিশোর।

কাঁচি নয়, চুল কাটার নতুন উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে আগুন। আর তার জেরেই ঘটল মারাত্মক দুর্ঘটনা। রীতিমতো জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক কিশোরকে। সেলুনে চুল কাটার একটি ভিডিয়ো গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ৪৩ লক্ষ বারেরও বেশি। ভিডিয়োটি প্রথম আপলোড করা হয়েছিল টিকটকে। সেখানে এই ভিডিয়ো দেখেছিলেন প্রায় ৩০ লক্ষ ইউজার। সেই ভিডিয়ো টুইটারে আপলোড হতেই ভাইরাল। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ৪৩ লক্ষ বারেরও বেশি। 

আগুন ব্যবহার করে চুল কাটার পদ্ধতি বর্তমানে বেশ ট্রেন্ডিং। এই পদ্ধতিতে চুল কাটার ক্ষেত্রে, প্রথমে চুলের মধ্যে এক বিশেষ রাসায়নিক তরল লাগানো হয়। দাহ্য হওয়ার দরুন আগুনের সংস্পর্শে এলে সেই রাসায়নিক জ্বলতে থাকে। তখন এতটুকু সময় নষ্ট না করে বিশেষ কায়দায় চুলের মধ্যে চিরুনি চালানো হয়। ওই রাসায়নিক পদার্থটি অত্যন্ত দাহ্য হওয়ায় অল্প সময়ের মধ্যেই চুলের আগুন নিভে যায়। আর সেই সময় চিরুনি চালানোর ফলে চুল কাটার কাজ হয়ে যায়, কাঁচি চালানোর আর দরকার হয় না।

ঘটনাটি ঘটেছে গুজরাটের ভালসাদ জেলার ভাপি শহরে। সেখানকার স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যায় এক কিশোর। কিন্তু সেখানে সাধারণ পদ্ধতি মেনে চুল কাটা হয়নি তার। ট্রেন্ড অনুযায়ী কাঁচির বদলে সেখানে চলে আগুনের কারসাজি। আগুন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় কিশোরের শরীরই প্রায় অর্ধদগ্ধ হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। আর সেই ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হতেই ছড়ায় উত্তেজনা।

ভিকটিম ও হেয়ারড্রেসারের বক্তব্য নেওয়ার প্রক্রিয়া চলছে। “আমরা নির্যাতিতার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। তাকে ভালসাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে সেখান থেকে তাকে সুরাটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তা করমসিংহ মাকওয়ানা 

প্রাথমিক তথ্য অনুসারে, চুল কাটার জন্য তার মাথায় একধরনের রাসায়নিক প্রয়োগ করার পরে ভিকটিমটির শরীরের উপরের অংশগুলি মারাত্মকভাবে পুড়ে গেছে, পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 'ফায়ার হেয়ারকাট'-এর জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা নিশ্চিত করার জন্য তদন্ত চলছে, কর্মকর্তারা জানিয়েছেন।


Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Medicine Price | কমলো ওষুধের দাম! অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলের মতো ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস কমালো কেন্দ্র!
DA Case | 'প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে', রাজ্যের আবদেন ফিরিয়ে সাফ জানালো সুপ্রিম কোর্ট!
Kolkata Metro | মেট্রো ঘুরবে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই, চালু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বিশেষ বাসও!
Odisha | থামলো ১৫ দিনের লড়াই, পুরীতে মর্মান্তিক মৃত্যু হলো অগ্নিদগ্ধ কিশোরীর
Hilsa Fish | বৃষ্টি কমতেই ইলিশের আশায় সাগরমূখী মৎস্যজীবীরা, রুপোলি ফসলের খরা কাটবে?
Local Train | রেল যাত্রীদের জন্য সুখবর,শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে চলবে অতিরিক্ত ১০টি লোকাল ট্রেন!