ভূমিকম্পের সঙ্গে বৃষ্টিপাতের মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণা! রোমের পদার্থবিদকে সম্মাণ Google-এর

Saturday, June 18 2022, 3:52 pm
highlightKey Highlights

Google Doodle এর মাধ্যমে স্টেফানিয়া মারাসিনিয়ানু-কে সম্মান জানাল Google। শনিবার সকাল থেকেই Google Doodle-এ তার ছবি রয়েছে। আজ তাঁর 140 তম জন্ম দিবস।


Google Doodle-এ শনিবার সকাল থেকে Stefania Maracineanu-এর একটি ছবি দেওয়া হয়েছে। পুরো ছবিটি ইলাস্ট্রেশন করা। এবং তার সঙ্গে তাঁর গবেষণার বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। শুধু এখনই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকতবার নামী ব্যক্তিদের নিয়ে Google Doodle তৈরি করেছে এই টেক জায়েন্ট।

Stefania Maracineanu-এর কী অবদান?

রেডিয়ো অ্যাকটিভিটি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন স্টেফানিয়া মারাসিনিয়ানু। এবং Radioactivity-র বিভিন্ন নতুন দিক খুলে দিয়েছেন। এবং সেজন্য আজ তাঁকে সম্মান জানাল Google।

1910 সালে ফিজিক্যাল এবং কেমিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এবং তিনি একটি স্কুলে পড়ানো শুরু করেন। এরপর রোমানিয়ান সরকারের কাছে তিনি স্কলারশিপের জন্য আবেদন করেন। এবং স্কুলে শিক্ষকতা করার সময়ই তিনি ওই স্কলারশিপ লাভ করেন। এরপর প্যারিসের Redium Institute-এ গবেষণা শুরু করেন।

ওই সময় থেকেই Marie Curie-র সান্নিধ্যে Redium Institute-সারা বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে। সেখান থেকেই Polonium এর উপর PhD-র কাজ শুরু করেন তিনি। এই কণাটি আগেই আবিষ্কার করেছিলেন Marie Curie।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File