আন্তর্জাতিক

Google : ৪ কোটি টাকা জরিমানা দিতে নির্দেশ আদালতের!

Google : ৪ কোটি টাকা জরিমানা দিতে নির্দেশ আদালতের!
Key Highlights

ইউটিউবের একটি ভিডিয়োয় রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে 'গুগল' সংস্থাকে।

অস্ট্রেলিয়ার জন বারিলারো নামক এক রাজনীতিবিদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করেছে গুগল! অস্ট্রেলিয়ার এক আদালত সেই ‘অপরাধের’ শাস্তি দিল গুগলকে। আদালতের নির্দেশ, ওই রাজনীতিবিদকে ৫ লক্ষ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। কারণ আদালতের মতে, গুগলের অদূরদর্শিতার জন্যই ওই রাজনৈতিক নেতাকে সময়ের আগে তাঁর কেরিয়ারে ইতি টানতে হয়েছে।

জন বারিলারো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউ ওয়েলসের উপ-প্রধান। অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে দু’টি ভিডিয়ো শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিয়ো দু’টি ইউটিউবে আট লক্ষবার দেখা হয়েছে। ভিডিয়ো দু’টি থেকে লক্ষ লক্ষ ডলার আয় করেছে ইউটিউব, যার মালিকানা গুগলের।

অস্ট্রেলিয়ার ওই আদালতের বিচারপতি ভিডিয়ো দু’টি প্রসঙ্গে বলেছেন, যে ভাবে ওই ভিডিয়োগুলিতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়। আদালতের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই এমন সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত গুগলকে দিতেই হবে।


West Bengal Weather | তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি! আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar