Key Highlightsইউটিউবের একটি ভিডিয়োয় রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে 'গুগল' সংস্থাকে।
অস্ট্রেলিয়ার জন বারিলারো নামক এক রাজনীতিবিদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করেছে গুগল! অস্ট্রেলিয়ার এক আদালত সেই ‘অপরাধের’ শাস্তি দিল গুগলকে। আদালতের নির্দেশ, ওই রাজনীতিবিদকে ৫ লক্ষ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। কারণ আদালতের মতে, গুগলের অদূরদর্শিতার জন্যই ওই রাজনৈতিক নেতাকে সময়ের আগে তাঁর কেরিয়ারে ইতি টানতে হয়েছে।
জন বারিলারো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউ ওয়েলসের উপ-প্রধান। অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে দু’টি ভিডিয়ো শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিয়ো দু’টি ইউটিউবে আট লক্ষবার দেখা হয়েছে। ভিডিয়ো দু’টি থেকে লক্ষ লক্ষ ডলার আয় করেছে ইউটিউব, যার মালিকানা গুগলের।

অস্ট্রেলিয়ার ওই আদালতের বিচারপতি ভিডিয়ো দু’টি প্রসঙ্গে বলেছেন, যে ভাবে ওই ভিডিয়োগুলিতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়। আদালতের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই এমন সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত গুগলকে দিতেই হবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাজনীতিবিদ
- অস্ট্রেলিয়া
- গুগল








