বিজ্ঞান ও প্রযুক্তি

Google AI | সঞ্চালনার পর এবার সংবাদ লিখবে এআই! আসতে চলেছে গুগুলের জেনেসিস!

Google AI | সঞ্চালনার পর এবার সংবাদ লিখবে এআই!  আসতে চলেছে গুগুলের জেনেসিস!
Key Highlights

চ্যাট জিপিটিকে টক্কর দিতে আসছে গুগুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল জেনেসিস। সাংবাদিকদের সংবাদ লিখতে সাহায্য করবে এই এআই।

মানবজাতির কাজ আরও সহজ করার পাশাপাশি বর্তমানে বেশ চিন্তার কারণও হয়ে উঠেছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। ইতিমধ্যেই অপেন এআই-র (Open AI) চ্যাট জিপিটির (Chat GPT) রমরমা ব্যবহার। কাজের জন্য হোক কিংবা মজার জন্য, এই কৃত্তিম বুদ্ধিমত্তা বর্তমানে ব্যবহার করছেন অসংখ্য মানুষ। তবে এবার চ্যাট জিপিটিকে টক্কর দিতে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ওপর কাজ করছে গুগুল (Google)।

সূত্রের খবর, গুগুল যে এআই এর ওপর কাজ করছে তার নাম জেনেসিস (Genesis)। জানা গিয়েছে, এই টুলে তৈরি হবে না কোনও কাল্পনিক ছবি বা ভিডিও। বরং গুগল জেনেসিস কারেন্ট এফেয়ার্স অর্থাৎ দৈনিক খবর সংক্রান্ত বিষয়বস্তু পরিবেশন করতে সক্ষম হবে। প্রতিদিন দেশ দুনিয়ায় যা ঘটছে তা বিস্তারিত জানাবে এই কৃত্তিম বুদ্ধিমত্তা। সাংবাদিকদের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবে এই এআই।

গুগুল সূত্রে জানা গিয়েছে, এই জেনেসিস সংবাদ মাধ্যমগুলিকে ক্ষতিকর জেনারেটিভ এআই থেকে রক্ষা করবে। পাশাপাশি রিয়েল টাইম তথ্যের উপর নির্ভর করে প্রতিবেদন তৈরি করা থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) বা এসইও (SEO) অনুশীলন করতে সাহায্য করবে গুগুল জেনেসিস। ইতিমধ্যেই গুগুলের এআই প্রসঙ্গে গুগলের মুখপাত্র জেন ক্রাইডার (Jane Crider) বিবৃতি দিয়ে জানান, সংবাদ প্রকাশকদের সঙ্গে অংশিদারিত্ব করতে এবং ছোট প্রকাশকদের কাজের সাহায্য করা জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল তৈরি করা হচ্ছে। সকলের আশা, সাংবাদিকরা যে সংবাদ পরিবেশন করেন, তার লেখার শৈলী ভালো করতে এবং বিকল্প সরবরাহ করতে সাহায্য করবে জেনেসিস। অর্থাৎ খবরের সত্যতা যাচাই করার কাজ কিন্তু করবে না এআই।

উল্লেখ্য, এর আগেই সংবাদ জগতে প্রবেশ করেছে এআই। বেশ কিছু দিন আগেই ওডিশার (Odisha) একটি টেলিভিশন চ্যানেল প্রথম এআই সঞ্চালিকা লিসাকে (Lisa) সামনে এনেছিল। এরপরেই কর্নাটকের (Karnataka) আরেক টেলিভিশন চ্যানেলও হাঁটে একই পথে। কর্ণাটকের পাওয়ার টিভি (Power TV) সামনে আনে সৌন্দর্য (Soundarya) নামের এআই সঞ্চালিকাকে। ক্রমশ সংবাদ জগতে কৃত্তিম বুদ্ধিমত্তার আগমনের জন্য নিজেদের পেশা নিয়ে বেশ চিন্তায় পরে যান সংক্রান্ত মহলের একাধিক। যদিও সৌন্দর্যকে দিয়ে মানুষের বিকল্প আনার কোনও উদ্দেশ্য বলে জানানো হয়  পাওয়ার টিভির পক্ষ থেকে।

উল্লেখ্য, এর আগেই নিজস্ব এআই টুল ‘বার্ড’ (Bird) এনেছে গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট (Alphabet)। তবে গুগুল জেনেসিস এর থেকে ভিন্ন হবে নাকি এই টুলেরই অন্তর্ভুক্ত থাকবে তা এখনও স্পষ্টত নয়। তবে গুগুলের নয়া এআই-র খবর প্রকাশ্যে আসা মাত্রই উদ্বিগ্ন সবাই।


HS Result | উচ্চ মাধ্যমিক ২০২৪-এ সার্বিক পাশের হার ৯০ শতাংশ! ৪৯৬ নম্বর পেয়ে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস! দেখুন প্রথম দশে কারা?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
S Somnath | একটা সময় ছিল না হস্টেলের টাকা দেওয়ার মত সামর্থ্য, আজ তিনি ইসরো প্রধান! জানুন এস সোমনাথের সাফল্যের কাহিনী!
West Bengal Weather Update | সোমবার বিকেলেই বেশ কিছু জেলায় হতে পারে কালবৈশাখী! সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali