কেন্দ্র প্রায় ১৩৩৭ কোটি টাকার জরিমানা দিল গুগলকে, ভারতের সিদ্ধান্তের ওপর পাল্টা ‘জবাব’

Friday, October 21 2022, 6:19 pm
highlightKey Highlights

ভারতের অ্যানড্রয়েড মোবাইল ডিভাইস সংক্রান্ত ব্যবসায় প্রভাব খাটানোর অভিযোগে কেন্দ্র গুগলের বিরুদ্ধে এক বিশাল পদক্ষেপ নিল।


শুক্রবার ভারতের কেন্দ্রীয় সরকারের নেওয়া সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়েছে গুগল কর্তৃপক্ষ। সার্চ ইঞ্জিন জায়ান্টা গুগল এই ঘটনাকে ভারতীয় গ্রাহক ও ব্যবসার জন্য একটি বিরাট ধাক্কা বলে অভিহিত করেছে।

ভারতের বাজারে প্রভাবশালী অবস্থান অপব্যবহার করার জন্য গুগলের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ভারতের অ্যান্টি ট্রাস্ট ওয়াচডগ। ভারতের কম্পিটিশন কমিশন বা সিসিআই টুইট করে জানায়, অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস ইকোসিস্টেমের একাধিক বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের জন্য গুগলকে জরিমানা করেছে।

এরপর গুগল শুক্রবার জানিয়েছে যে, ভারতীয় অ্যান্টিট্রাস্ট ওয়াচডগের জরিমানা করার সিদ্ধান্ত পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করার সিদ্ধান্তটি পর্যালোচনা করবে। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, অ্যানড্রয়েড প্রত্যেকের জন্য আরও পছন্দ তৈরি করেছে। ভারতে এবং সারা বিশ্বে হাজার হাজার সফল ব্যবসাকরে সমর্থন করছে। সিসিআইয়ের সিদ্ধান্ত ভারতীয় গ্রাহক ও ব্যবসার জন্য একটা বড় ধাক্কা। ভারতীয়দের জন্য নিরাপত্তা এর ফলে ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আমরা পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করার সিদ্ধান্তটি পর্যালোচনা করব।

Trending Updates




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File