ফের সস্তা হল সোনার দাম, রুপোর দামও পতন! জেনে নেওয়া যাক দুই ধাতুর দাম?

Thursday, April 28 2022, 7:13 am
highlightKey Highlights

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতীয় বাজারেও সোনা ও রুপোর দরে পতন। চলুন জেনে নেওয়া যাক এই দুই মূল্যবান ধাতুর সর্বশেষ দাম কত হল


আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় বেশ কিছুটা কমেছে। ibjarates.com এর তথ্য অনুযায়ী, ৯৯৯ বিশুদ্ধ সোনা আজ ৫১,৮৭০ টাকায় লেনদেন করছে। গতকালের সেশনে ৯৯৯ বিশুদ্ধ সোনার দাম ছিল ৫১,৯৯৩ টাকা।

 অক্ষয় তৃতীয়ার আগে মধ্যবিত্তদের জন্য সুখবর! সস্তা হল সোনা, পড়ল রুপোর দামও

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গত বুধবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ৩রা জুন, ২০২২-এর জন্য ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার ফিউচার মূল্য প্রতি ১০ গ্রামে ৭৩ টাকা বা ০.১৪ শতাংশ কমে ৫১,৫৬৬ টাকায় বিক্রি হয়েছে।

Trending Updates

আজ রুপোর ফিউচার দর কেজিতে ০.১৮ শতাংশ বা ১১৬ টাকা কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ৫মে, ২০২২-এর জন্য রুপোর ফিউচার দর প্রতি কেজিতে ১১৬ টাকা কমে ৬৫,৬৬৪ টাকায় লেনদেন করেছে।

উল্লেখযোগ্যভাবে, গতকাল দুই মূল্যবান ধাতুরই দর বেড়েছিল। মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,৫৮৪ টাকা আর রুপোর দাম প্রতি কেজিতে ৬৫,৬৮৯ টাকা ছিল। আজ দিল্লি, মুম্বই আর কলকাতায় ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৮,৪৪০ টাকা। দেশের এই তিন শহরে আজ রুপোর দর প্রতি কেজিতে ৬৫,০০০ টাকা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File