‘ঘরে ফেরার গান’–এর নতুন গান মুক্তি পেল, এই ছবির মাধ্যমে প্রথমবার পর্দায় পরমব্রত-ইশা জুটি
বাংলা সিনেমায় রবীন্দ্রসঙ্গীত বরাবরই অন্য ভূমিকা পালন করে এসেছে। মূলত এই সিনেমাটি গানের সুরে সম্পর্কের গল্প বলবে পরিচালক অরিত্র সেন।
রবি ঠাকুরের গান সব অনুভূতিকে প্রকাশ করার জন্য যথেষ্ট। আর সেই বিশ্বজয়ী কবির গান একেবারে নতুনভাবে শোনা যাবে আগামী বাংলা ছবি 'ঘরে ফেরার গান'-এ। টিজার ও অফিশিয়াল পোস্টার মুক্তি পাওয়ার পর এবার এই সিনেমার গান তথা রবি ঠাকুরের 'এলেম নতুন দেশে'।
এই সিনেমার হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন পরমব্রত ও ইশা সাহা। গানের ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, ইশা সাহা নতুন দেশে এসেছেন এবং সবকিছুই তাঁর কাছে নতুন ও আনকোরা। নতুন দেশকে অন্বেষণ করতে গিয়ে পরিচয় হয় নতুন নতুন মানুষদের সঙ্গেও। তাই রবি ঠাকুরের এই গানের চেয়ে ভালো মনে হয় আর কিছুই নেই। 'এলেম নতুন দেশে' গানটি নতুন কিছু খোঁজার প্রতীক, যা সুন্দরভাবে গেয়েছেন গায়িকা সমদীপ্ত মুখোপাধ্যায়।
গত ২৩ অক্টোবর মুক্তি পায় ছবির টিজার। লন্ডন আই থেকে শুরু করে বিদেশের রাস্তাঘাট, ছোট্ট টিজারে ধরা খুঁটিনাটি। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও ইশা। এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অরিত্র ও সৌমশ্রী। পরমব্রত ও ইশা ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। গল্পের প্রেক্ষাপট লন্ডনে। ইশার চরিত্রের নাম তোড়া। কলকাতায় তোড়ার বিয়ে হয় ঋভুর সঙ্গে। কিন্তু এরপরে কাজের জন্য লন্ডনে চলে যেতে হয় তোড়াকে। আর সেখানেই তাঁর আলাপ হয় ইমরানের সঙ্গে। সুরে সুরেই যেন বাঁধা হয়ে যায় তাঁদের সম্পর্ক। ত্রিকোণ প্রেমের জটিলতা আর সম্পর্কের সমীকরণ নিয়েই এগিয়ে যাবে 'ঘরে ফেরার গান'-এর গল্প।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- ঘরে ফেরার গান
- পরমব্রত চট্টোপাধ্যায়